X

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আয়োজিত হল,প্ল্যাটফর্ম’র ৫ম ক্যারিয়ার কার্নিভাল

২৭ জানুয়ারী, ২০১৭ দিনটিতে আর্মড ফোর্স মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, টাংগাইল মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রায় চার শতাধিক মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক একত্রিত হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে।

উদ্দেশ্য?
= স্বপ্নবিলাসীরা তাদের স্বপ্নের ক্যারিয়ার ফিক্সড করবে।

এ উদ্দেশ্যে টীম প্ল্যাটফর্ম ৫ম বারের মত প্ল্যাটফর্ম ক্যারিয়ার কার্নিভাল শুরু করেন সকাল ৯ঃ৩০ মিনিটে।

***পরিচিতি পর্ব এবং উদ্দেশ্য সম্পর্কে বলেছেন ফাহিম আহসান আল রাশিদ এবং জাহিদ হাসান।

প্ল্যাটফর্ম সম্পর্কে বলেছেন ডাঃ শেখ আহমেদুল হক।

পাবলিক হেলথ এ ক্যারিয়ার সম্পর্কে বলেছেন শ্রদ্বেয় ডাঃ আক্তার উজ-জামান স্যার।

রিসার্চ কি, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে শিখতে হয় এ ব্যপারে বিস্তারিত পরামর্শ দিয়েছেন শ্রদ্বেয় ডাঃ রতিন মন্ডল স্যার।

রয়্যাল কলেজের মেম্বারশিপ ডিগ্রী এমআরসিপি এবং এর সুবিধাসমুহ সম্পর্কে বিস্তারিত বলেছেন শ্রদ্বেয় ডাঃ মামুনুর রশিদ স্যার।

ইউএসএমএলই এবং এর সম্ভাবনা সম্পর্কে বলেছেন ডাঃ রকিব হাসান।

ওয়েব সার্চ করার বিষয়টি বিস্তারিত দেখিয়েছেন ডাঃ ফয়জুল

দেশে এবং বাহিরে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন ডাঃ মুহিবুর রহমান নীরব।অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, মিডল-ইস্ট এবং ইউএসএ নিয়ে বিস্তারিত বলেছেন জাহিদ হাসান।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেছেন জাহিদ হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ
অধ্যক্ষ – অধ্যাপক ডা: একে এম আহসান হাবীব
উপাধ্যক্ষ – সহকারী অধ্যাপক ডা: রেজাউল আলম জুয়েল, সাধারন সম্পাদক বি এম এ , বগুড়া।
আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সিভিল সার্জন ডা: সামির হোসেন মিশু, সভাপতি স্বাচিপ বগুড়া।
এবং ডা: মোস্তফা আলম নাননু, সভাপতি বি এম এ বগুড়া, সহসভাপতি বি এম এ রাজশাহী বিভাগ।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্ল্যাটফর্ম এক্টিভিস্টঃ নাবিহা তানজিম রাফা।

এছাড়াও ভিডিও প্রেজেন্টেশন ছিলঃ
মেডিকেলীয় ডিপ্রেশনঃ চন্দ্রিকা দাস গুপ্তা
ফিজিশিয়ান সাইন্টিস্টঃ ডাঃ মোহাম্মদ তাইফুর রহমান।

অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ হয়ঃ বিকেল ৫ঃ৩০ মিনিটে।

অভূত সাড়াজাগানো সেমিনার শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর পক্ষ থেকে আবারো এরকম কার্যকরী সেমিনার করার উদ্যোগের আহবান জানানো হয়।

বিস্তারিত জানতেঃ https://www.facebook.com/events/1666830720281199/?active_tab=discussion

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post