X

লক্ষ্যে এগিয়ে Covid Volunteers Bangladesh এর সেচ্ছাসেবীরা

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই ২০২০, রবিবার

পরিবার ছেড়ে, নিজ বাড়ি ছেড়ে দিনরাত সেবা দিচ্ছেন অথচ অবহেলিত হয়ে রয়েছেন চিকিৎসাবিদ্যায় দক্ষ হওয়া একেকজন
ডাক্তার।
আর নয় অবহেলা, এখন থেকে ডাক্তারদের খাবার রান্না হবে ডাক্তারের তত্ত্বাবধানে। সেরা মানের খাবার পাবেন ফ্রন্টলাইনারগণ। দক্ষ পুষ্টিবিদ দ্বারা তদারকি করা হবে প্রতিদিনকার খাবারের মেন্যু। আর ডাক্তারদের কাছে এই ভালোবাসার খাবার পৌঁছে দেবেন কতিপয় জানবাজ Covid Volunteers Bangladesh এর সেচ্ছাসেবকগণ এবং পুরোটাই করা হবে নিজস্ব কমিউনিটির মাধ্যমে।
কোভিড-১৯ মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে সাধারণ জনগণের কাছে তথ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষ্যে এক ঝাঁক মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত Covid Volunteers Bangladesh সংগঠন। সারাদেশের ৯৮টি মেডিকেল কলেজের ১২০০ এর অধিক ছাত্রছাত্রী সম্মিলিতভাবে WHO, CDC, DGHS এর দেয়া গাইডলাইন গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে শুরু থেকে। সেই সাথে অনলাইন কোর্সের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীদেরকে তৈরী করা হচ্ছে কোভিড যোদ্ধা হিসাবে, যারা হটলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যসেবা। এছাড়াও কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট মূল্যে খাবার সরবরাহ, কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর নিকটস্থ শূন্য আবাসন স্থানগুলোর তালিকা তৈরি এবং নির্দিষ্ট টাকায় তাতে চিকিৎসকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার কাজ করেছে সংগঠনটি। সংগঠনটির সহায়তায় বাইক রাইডিং কমিউনিটির মাধ্যমে সম্মুখযোদ্ধাদের গণপরিবহনের সংকট মোকাবেলার নিশ্চায়তা করেছে। এছাড়াও এই সংকটে হাসপাতাল ও ডাক্তারদের উপর থেকে চাপ কমানোর লক্ষে মেডিকেল শিক্ষার্থীদের ব্যাক আপ ফোর্স হিসেবে ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় সাধারণ রোগীদের সেবা পৌঁছে দিতে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
Covid Volunteers Bangladesh এর কিছু নব্য প্রস্তুতিসমূহঃ
(১) ফ্রন্টলাইনারদের জন্য খাবার অর্ডার করার প্রক্রিয়াকে সহজলভ্য করতে গত তিন মাসের চেষ্টায় এবং অধ্যবসায়ে তৈরি করা হয়েছে একটি এন্ড্রয়েড আ্যপ। এপের মধ্যে আরো দুটি ইন্টারফেস রয়েছে, ডাক্তারদের আইসোলেশন স্পেস এর আপডেট এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য।
(২) খাবারের মূল্য অনেকটা বেড়ে যায় ডেলিভারির খরচের কারণে। সংগঠনটির প্রায় ১২০০ সেচ্ছাসেবক, যারা সবাই মেডিকেল শিক্ষার্থী তাদের সহায়তায় চিকিৎসকদের কাছে খাবার ডেলিভারি করা হবে বিনা খরচে।
(৩) লাঞ্চ এবং ডিনারের খাবারের মেন্যু তৈরি থেকে শুরু করে রান্না করা, অর্ডার প্রসেস থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, সম্পূর্ন নিয়ন্ত্রন করবে মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তাররা। তাই, সেফটি এবং কোয়ালিটির নিশ্চয়তা এখানে শতভাগ।
(৪) এটিকে তাঁরা একটি সম্পূর্ণ অলাভজনক ব্যবসা হিসেবে মনে করেন কারণ এই সম্পূর্ণ কাজে সামান্য যে প্রফিট মার্জিন থাকবে, সেটা সেচ্ছাসেবকদের প্রটেক্টিভ ইকুইপমেন্ট ক্রয় করা এবং সাপ্লাই করাতেই ব্যয় হয়ে যাবে।
(৫) সারা বাংলাদেশের প্রায় সব জেলায় সংগঠনটির সেচ্ছাসেবকরা ছড়িয়ে আছেন। তাই প্রথমে ঢাকা থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি জেলায় এই সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজেক্টের প্রয়োজনীয়তা সমূহঃ
(১) বিভিন্ন হাসপাতালে খাবার সরবরাহের অনুমোদন।
(২) ডেলিভারি প্রক্রিয়ায় কিছুক্ষেত্রে ট্রান্সপোর্ট সাপোর্ট।
(৩) অ্যাপ প্রতিনিয়ত ডেভেলপ করতে একটি বিশাল অংক খরচ হয়। সম্পূর্ণ নিজের টিউশনির খরচ দিয়ে তৈরি করা সংগঠনটির একজন শিক্ষার্থীর এন্ড্রয়েড এপটির ডেভেলপিং এর জন্য বাকি খরচ চালিয়ে নেওয়া কষ্টসাধ্য একার পক্ষে। তাই আ্যপ ডেভেলপিং এর জন্য সহযোগিতা প্রয়োজনীয়।

কোভিড মহামারীর শুরু থেকে Covid Volunteers Bangladesh ডাক্তার এবং সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। সরকারের আইসিটি ডিভিশন থেকেও স্বীকৃতি পেয়েছেন তারা।
চিকিৎসক সমাজ তথা সম্মোখযোদ্ধাদের জন্য বড় কিছু করার প্রচেষ্টা এবং লক্ষ্য নিয়ে সকলের দোয়া এবং ভালবাসায় এগিয়ে যাওয়ার লক্ষ্য Covid Volunteers Bangladesh সংগঠনটির।
তাদের Stand For Hero ক্যাম্পেইনে অংশগ্রহণে https://www.facebook.com/covidvolunteersbd/ পেইজ এ যোগাযোগের অনুরোধ করা হয়।
দেশের এই ক্রান্তিকালে ভবিষ্যত চিকিৎসক হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের নেয়া এই উদ্যোগ দেশের মানুষের মাঝে আশার আলো দেখাচ্ছে।

Tasnim Sanjana Kabir Khan:
Related Post