X

রোয়ানু বিদ্ধস্ত এলাকায় প্ল্যাটফর্ম ও শেবাচিমের মেডিকেল ক্যাম্প

প্ল্যাটফর্ম শেবাচিম প্রতিনিধি ঃ ডাঃ আসিফ

 

ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ভোলার তজুমদ্দীন উপজেলার চৌমুহুনী এলাকা। সেই দূর্গম এলাকায় প্রথম মেডিকেল ক্যাম্প আয়োজিত হয় ২৬ মে বৃহস্পতিবার। আয়োজন করে প্ল্যাটফর্ম এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশালের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। সবার সহযোগীতায় মাত্র একদিনের প্রস্তুতিতে একটি ফান্ড গঠন করা হয়। অনেক মহৎ হৃদয় চিকিৎসক ও ছাত্রছাত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রায় তিনশ দূর্গত অসহায় মানুষকে চিকিৎসা দেয়া হয়। প্রয়োজনীয় সব ওষুধের পাশাপাশি একটি হেল্থ রিলিফ প্যাকেট দেয়া হয়। তাতে ছিল পানি বিশোধন করার ফিটকিরি, জীবাণুমুক্তকরণ সাবান, ব্রাশ, পেস্ট ও ওরস্যালাইন।

  

 

নদীপথ ও সড়কপথে দূর্গম যোগাযোগ ব্যবস্থা উপেক্ষা করে পাঁচ জন ডাক্তার এবং দুজন ফাইনাল ইয়ারের ছাত্র সকালের মধ্যেই হাজির হয়ে যায় তজুমদ্দীনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন এবং কোস্ট গার্ডের সার্বিক সহযোগিতায় নির্বিঘ্নে ক্যাম্প করা সম্ভব হয়।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post