X

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা

প্ল্যাটফর্ম নিউজ, ৩ এপ্রিল, ২০২১, শনিবার

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটেছে রংপুর মেডিকেল কলেজে। জানা গিয়েছে, গত ৪ দিন পূর্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিভাগের ৯ নম্বর ওয়ার্ডে AWD( একিউট ওয়াটারি ডায়রিয়া) সাথে হার্ট ফেইলিউর‌ নিয়ে ভর্তি হয় এক শিশু। রোগীর বাবার নাম আবদুল্লাহ। দায়িত্বরত ইন্টার্নদের ভাষ্যমতে রোগীকে জীবনরক্ষাকারী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এসময় ডিউটিতে ছিলেন ৪ জন চিকিৎসক। তবে গতকাল ২ এপ্রিল, ২০২১ রাত ৯.৩০ এর দিকে রোগীর অবস্থার ক্রমশ অবনতি হতে দেখা যায়। হাসপাতালে অক্সিজেনের স্বল্পতা থাকায় শুরুতে অক্সিজেন না পেলেও পরবর্তীতে অক্সিজেন জোগাড় হয়। ইন্টার্ন চিকিৎসক ডা. ফাহিম দেখছিলেন রোগীকে। রোগীর অবস্থার উন্নতি না দেখে দ্রুত ডা. লাবনীকে জানানো হলে তিনি ডা. রহমত এবং ডা. জান্নাতকে পাঠান রোগীকে রিসাসসিটেশনের জন্য। দুর্ভাগ্যবশত রোগীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করার পরেও মৃত্যু হয় রোগীর।

ডা. লাবনী রোগীর ডেথ সার্টিফিকেট লেখার জন্য ডা. রহমত ইমনকে (রমেক-৪৪) রোগীর বাবার কাছে পাঠান তাদের সন্তানের মৃত্যুর খবর দিতে এবং ভর্তি ফর্ম নিয়ে আসতে। এ সময় রোগীর বাবা ইন্টার্ন চিকিৎসক ডা. রহমতের গায়ে হাত তোলাসহ তাঁকে ধাক্কা দিয়ে বুকে পিঠে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে আঘাত করে তাঁকে আহত করে বলে অভিযোগ জানান উক্ত চিকিৎসক। ওয়ার্ডে শোরগোলের শব্দে বাকি চিকিৎসকরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে এই ঘটনার প্রতিবাদে রাতের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল প্রকার সেবা প্রদান বন্ধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সাওসান কবির চৌধুরী মাইশা

হৃদিতা রোশনী:
Related Post