X

রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য)

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন, ২০২০, সোমবার
শ্বাসকষ্টের রোগীদের জীবন রক্ষায় অক্সিজেন সিলিন্ডার সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রামের সকল শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের কাছে তিনি এ আবেদন করেন।

চট্টগ্রাম বিভাগে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ডা. হাসান শাহরিয়ার কবীর। গত ২৭ মে থেকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে কর্মরত আছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ।

এছাড়াও, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তরে আরো কিছু সরঞ্জাম গ্রহণ করার ঘোষণা দেওয়া হয়। সেগুলো হল-

  • পালস অক্সিমিটার
  • হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা
  • নেবুলাইজার মেশিন

অক্সিজেন সিলিন্ডারের সাথে ফ্লো-মিটার এবং মাস্ক সংযোজন করে পূর্ণাঙ্গ সেট প্রদান করা সম্ভব হলে এক সাথে বহু রোগীকে তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে আশা প্রকাশ করা হয়।

তথ্যসূত্রঃ পরিচালক স্বাস্থ্য এর দপ্তর, চট্টগ্রাম

Subha Jamil Subah:
Related Post