X

রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

লাগামহীনভাবে দেশের বিভিন্ন বিভাগে বেড়ে চলেছে করোনার প্রকোপ, যার মধ্যে আশঙ্কাজনকভাবে মৃত্যু বাড়ছে রাজশাহী বিভাগে।

আজ, ২৯ জুন পূর্বের সকল রেকর্ড ভেঙে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মৃতদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর বাসিন্দা ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৫ জন নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন।

এর আগে গত ২৪ জুন রামেক করোনা ইউনিটে সর্বোচ্চ ১৮ জন মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৬৩৪টি নমুনা পরীক্ষায় ২০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩২.৬ শতাংশ।

Nahid Niaz:
Related Post