X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল ঘোষনা হল!

রেজাল্ট জানতে নিচের ফাইলটি ডাউনলোড করুন
result_1st_prof_may15

কৃতকার্যদের শুভেচ্ছা! যারা অকৃতকার্য হয়েছেন এটা আপনাদের জীবনের প্রথম এবং অন্যতম অভিজ্ঞতা। ক্যারি অনের যাতা কলে পিষ্ট ভোগান্তীর শিকার হতে যাচ্ছেন। কিছু কথা শুনে নিনঃ

সাপ্লি খেয়ে জীবনের সবচেয়ে শিক্ষনীয় অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন আপনি। কোমল মনে সাপ্লির যে দাগ হয়ে দাবদাহের মত জ্বলছে এই তিক্ত অভিজ্ঞতাই আপনাকে মেডিকেল নামক পুলসিরাত পার হতে মানসিক শক্তি দিবে। পরিসংখ্যানে এরকম কোন মেডিকেল স্টুডেন্ট পাওয়া যায়নি যার এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি হউক সেটা গ্র্যাজুয়েশন, হউক পোস্ট-গ্র্যাজুয়েশনে। এই সাপ্লিই বলে দিবে কারা মেডিকেল লাইফে আপনার চলার সংগী হবে। ভেংগে পরবেন না, হতাশ হবেন না। উৎসাহ কে সংগী করুন, জেদ কে পুজি করুন। দৃষ্টিভংগি পাল্টে ফেলুন, নিজেকে অল্প কিছুদিন সময় দিন। কিছুদিনের জন্য হারিয়ে যান নিজের রাজ্যে! নিজেকে ভালভাবে চিনে আবার ফিরে আসুন বাস্তবে। টার্গেট করুন নিজের যোগ্যতা অনুযায়ী। যে অতিরিক্ত সময় পেয়েছেন সে সময়ে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন পোস্ট-গ্র্যাজুয়েশনের জন্য কাজে দেয়। বাঁচুন, প্রান ভরে বাঁচুন। তীক্ষ্ণ সম্মুখ দৃষ্টি দিয়ে দেখুন আপনার জন্য কি অপেক্ষা করছে।

জীবন একটাই। অতি সামান্য একটা প্রফের জন্য কেন নিজের জীবন বিষিয়ে তুলবেন? মেডিকেল এমন একটি জগত, এখানে অনেক কারনেই এরকম ৬ মাস পিছিয়ে যেতে পারেন। এখনি নিজেকে এই পরিবেশেই খাপ খায়িয়ে নিন। পরিবারের কথায় আবারো ফিরে আসুন।

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে । গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল । এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ । ভাবুন, নিজেকে মূল্য দিন, নিজেকে সম্মান করুন। হাসুন, প্রান খুলে হাসুন। বন্ধুদের তিরস্কার, চোখ টিপনি, বাকা চোখের দৃষ্টি হেসে উরিয়ে দিন আর সাফলের নকশা একে হিসেব মিলিয়ে দিন ভাগ্যকে, নিজেকে বিশ্বাস করান আপনি সৌভাগ্যবান।

একেবারেই দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকু দূর করে দিবে। ভিতরে, বাইরে ও পরিপার্শ্বে বেসুমার চর্বিত চর্বণ সেকেন্ডহ্যান্ড নলেজের অত্যাচারে জীবণ অতিষ্ঠ। যদি শ্রেষ্ঠ সৃষ্টিই হই – তবে আপন চেতনালব্ধ জ্ঞানে,
কেন করিনা আত্ম-প্রকাশ ?
যৎসামান্য হলেও যেটুকু একান্ত নিজের,
তা নিয়েই কেন করিনা দাবি –
“আমি মুখস্ত মানুষ নই!”
যারা ধর্মকে ভালবাসেন এভাবে ভাবুন-
ফিরবো হয়তো ফের
আত্মার জোড় লয়ে
তখন সকল পাপ-পরিতাপ
নিমেষেই যাবে ক্ষয়ে…..!

দু’ধরনের মানুষের মধ্যে পাগলামি
প্রকাশিত হয়। প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ।আপনি প্রতিভাবান হলে সাফল্য আপনার দ্বারে আজ হউক কাল হউক আসবেই। সামনে এগিয়ে চলুন….
আমরা সবাই যাবো অসীমের স্টেশনে নিয়ে সব হাসি, আমরা জীবন ভালবাসি, তাইতো সময়কে পিছু ফেলে আগাই ক্রমশ ….

আবেগের বর্শবর্তী হয়ে কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। আবেগ ঝেরে ফেলুনঃ
Emotion destroys the motion of life …
আপনার মনের কষ্টগুলো পরিবার, কাছের বন্ধু ছাড়া কারো সাথে শেয়ার করবেন না।।।।।।
Never Tell Your Problems to Anyone–
20% will not Care
&
80% will be Glad that U have Them.
ইগো ভুলে আবারো নিজেকে ফিরে পানঃ
EGO- Skip the ‘E’ & let it go….
জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে ,
শেষ হয় অন্যের কান্না দিয়ে ..
মাঝের শুন্যস্থানটা যতটা সম্ভব আনন্দ দিয়ে ভরিয়ে তোলুন, নিজে সুখী হউন এবং অন্যকেও করুন।

সুখী হবার সবচেয়ে সহজ উপায়টির নাম কল্পনা। কল্পপ্না করুন, সে অনুযায়ী কাজ করুন। এই পৃথিবী জয়ীদের বাহবা দিতে জানে কিন্তু পরাজিতদের তিরস্কার করতে ভুল করে না। যদি বিজয়ীদের মত পরাজিতদের কাধে হাত রেখে বলতো ভালোই চেষ্টা করেছ তাহলে হয়তো আরও অনেক বিজয়ীর গল্প ইতিহাসে লেখা থাকতো। অন্যকে ছোট করবেন না। নিজেকেও কোনদিন ছোট মনে করবেন না।

৬ মাস পিছিয়েছেন বলে ছোট হবেন না, নিজেকে সিংহের সাথে তুলনা করুন। সিংহ শিকার ধরার আগে কয়েক ধাপ পিছিয়ে থাকে…..
Keep smiling!
Good luck

লিখেছেন : জাহিদ হাসান
পরমার্জনা: বনফুল

Banaful:

View Comments (4)

Related Post