X

রক্তদানের পর অনেক সময় হাতের চারপাশ কালো হয়ে যায়, কেন এমন হয়?

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক, ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট।

রক্ত দান করার পর অনেকের ক্ষেত্রে দেখা যায়, যেখানে ব্লাড ব্যাগ নিডেল প্রবেশ করানো হয়েছে তার চারিপাশে কালো হয়ে গেছে, যা হয়ত ধীরে ধীরে বাড়তেও পারে। কেন এমন হয়?

১। যখন নিডেল প্রবেশ করানো হয়, তখন খুবই স্বল্প পরিমানে রক্ত সেখান থেকে বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এটি বেশী দেখা যায়, যখন নিডেল প্রবেশ করাতে বেশ কষ্ট হয় বা ভেইন খুঁজে পেতে ঝামেলা করে ফেলা হয়।

২। যেখানে নিডেল প্রবেশ করানো হয় তার চারপাশে ছোট ছোট ভেইন থাকে যেগুলো আঘাত পেতে পারে, যদি নিডেল প্রবেশ করার পদ্ধতির ঝামেলা হয়।

৩। রক্ত দান করার পর সচারচর দেখা যায় রক্তদাতার হাতে তুলা দিয়ে হাত ভাঁজ করে বসিয়ে রাখা হয়। এতে যতটুকু প্রেশার দেওয়া উচিত রক্ত বন্ধ হওয়ার জন্য ততটুকু আর প্রয়োগ করা হয়না।

৪। রক্ত যেদিন দান করেন রক্তদাতা, সেদিন যদি উনি রক্তদানকৃত হাত দিয়ে ভারী কিছু বহন করেন তাহলেও এমন হতে পারে।

কি করা উচিত?

১। রক্তদান করার স্থানে ঢিলেঢালা কাপড় পরিধান করে যাওয়া উচিত। অনেকেই দেখা যায় এমন আঁটসাঁট কাপড় পরেছেন যে, ঠিক মত ভেইন দেখার উপায়ই থাকেনা। উপরন্ত এমন পরিধানের কারনে রক্তদান করার পর সেখান থেকে আশপাশে রক্ত ছড়াতে থাকে।

২। রক্তদান করার পর উপযুক্ত প্রেশার প্রয়োগ করা উচিত দানকৃত স্থানে। হাত সোজা রাখলেই Platelet চলাচল করে রক্ত বন্ধ করতে পারে, সেটাও মাথায় রাখা দরকার।

৩। ভারী কিছু নেওয়া যাবেনা ১২ থেকে ২৪ ঘণ্টা।

৪। কালচে হয়ে গেলে সেখানে বরফ দেওয়া উচিত।

কখন ডাক্তারের কাছে যাবেন?

—Severe pain

—Numbness or persistent “pins and needles” in the arm, hand or fingers.

—Swelling which is large or increasing in size.

—Painful redness and inflammation.

Sarif Sahriar:
Related Post