X

যাঁদের ত্যাগে আজকের স্বাধীনতা- শহীদ ডা. আজহারুল হক এবং ডা. হুমায়ুন কবীর

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২০, সোমবার

লেখাঃ ডা. মামুন আল মাহতাব
চেয়ারম্যান, হেপাটোলজী বিভাগ
বিএসএমএমমিউ

১৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজের সহকারী শল্যচিকিৎসক শহীদ ডা. আজহারুল হক (৩১) ও ইন্টার্নী ডাক্তার শহীদ ডা. হুমায়ুন কবীর (২৫)-এর ৪৯তম মৃত্যুবার্ষিকী।

১৯৭১ সালের ১৫ নভেম্বর মহান স্বাধীনতার উষালগ্নে আহত মুক্তিযোদ্ধাদের গোপনে চিকিৎসা করায় আলবদররা তাঁদের হাতিরপুলের বাসা থেকে সকালে ধরে নিয়ে যায় এবং অমানুষিক নির্যাতনের পর হত্যা করে।

পরদিন ১৬ নভেম্বর নটরডেম কলেজের সামনের রাস্তার কালভার্টের নীচ থেকে হাত, পা, চোখ বাঁধা অবস্থায় তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঐদিন সন্ধ্যায় কার্ফিউ এর মধ্যে তাঁদের মৃতদেহ আজিমপুর পুরাতন কবরস্থানে দাফন করা হয়।

জামায়াতে ইসলামীর আলবদর বাহিনীর পরিকল্পিত বুদ্ধিজীবী নিধনের তাঁরাই ছিলেন প্রথম শহীদ।

হৃদিতা রোশনী:
Related Post