X

ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী ,পেরিয়ে গেল ৫৫ টি বছর

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতিক্ষিত ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ ই সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণেই “Our Campus, Our Pride; MMCian Worldwide” শ্লোগানকে সামনে রেখে উদযাপিত হয়ে গেল ময়মনসিংহ মেডিকেল কলেজ (MMC) এর ইতিহাসের প্রথম “MMC Day”.

 


 

কলেজটির প্রাক্তন ছাত্রদের কাছে জানা গেল,” হাতে সময় ছিল খুব কম। তারপরও  মাত্র ১৮ ঘন্টারও কম সময়ের প্রস্তুতিতেই সকল স্তরের এমএমসিয়ান দের উপস্থিতি নিশ্চিত করে প্রথমবারের মত পালন করতে সক্ষম হয়েছি এই  বহুপ্রতিক্ষিত “মমেক দিবস। অনুভূতি বলে শেষ করা যাবে না” ।

 

আয়োজনের অংশহিসাবে দিনব্যাপী ছিলো  আল্পনা অঙ্কন, আনন্দ র‍্যালী, রং খেলা, প্রদীপ প্রজ্বলন, ৫৫টি ফানুস উড়ানো, আতশবাজি সহ  বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা এর আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন করেন মমেক ১৬তম ব্যাচের ছাত্র অধ্যাপক ডা. এম এ আজিজ (বর্তমান স্বাচিপ মহাসচিব )।

 

দিনটি ছিল মমেকের জন্য অন্যতম একটি সময়।  মমেকের  সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ অডিটোরিয়ামটি পরিণত হয়েছিল  উৎসবমুখর মিলনমেলায়  ।

উপস্থিত সকলেই ,  এত অল্প সময়ে বর্তমান শিক্ষার্থীদেরকে অক্লান্ত  প্রচেষ্টার মাধ্যমে (বিশেষত ম-৫০,৫১,৫২,৫৩,৫৪ এবং ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী) অনুষ্ঠানটি সফল করার সাধুবাদ জানান  এবং ভবিষ্যতেও “মমেক দিবস” উদযাপন এর ধারাকে অব্যাহত রাখবার দৃঢ় আশ্বাস দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কলেজ প্রশাসন সহ, সকল এমএমসিয়ানদের উপস্থিতিতে প্রথম “MMC Day” উপলক্ষে ,
Mother Unit Of “MEDICINE CLUB, MMCU” এর একটি “দেয়ালিকা” উদ্বোধন করা হয়।

 

 

অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিলো বর্তমান এবং প্রাক্তন  শিক্ষার্থীদের  গান,নাচ,কবিতা আবৃত্তি যা সাংস্কৃতিক সন্ধ্যাকে আরো প্রাণবন্ত করে তোলে।
পুরো অনুষ্ঠানের মধ্যে  ডাঃ তারা গোলন্দাজ  (ময়মনসিংহ বিএমএ এর সাধারন সম্পাদক) এবং  সহযোগী অধ্যাপক ডাঃ শামীম রিজওয়ান (নিপসম)  সংগীত পরিবেশনার কথা বিশেষভাবে না বললেই নয়।

এত স্বল্প সময়ের আয়োজনকালে যারা ক্যাম্পাসে আসতে পারেননি তারাও পিছিয়ে ছিলেন না, এমএমসি এর যে যে এলাকায় ছিলেন, নিজ অবস্থান থেকে  সবাই মিলে মমেক দিবস পালন করেছেন।
বিশেষত বিএসএমএমইউ প্রাঙ্গনে, বটতলায় এই দিবস উপলক্ষে  অনুষ্ঠানের আয়জন করা হয় এবং সেখানে   উপস্থিত ছিলেন বর্তমান উপাচার্য আরেক গর্বিত এমএমসিয়ান অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ।

আর  অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে সক্রিয় ভূমিকায় ছিলেন ময়মনসিংহ জেলা বি এম এ, স্বাচিপ, ইচিপ, কলেজ প্রশাসন এবং ছাত্র-ছাত্রীদের অক্লান্ত স্বতঃস্ফুর্ত পরিশ্রম। বিশেষত সারারাত জেগে যারা প্রতিটি আল্পনা অংকনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণটি আরও  রঙ্গে রঙ্গিন করে তুলেছেন তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য।
তথ্যঃ এস.এম, রাকিব (ম-৫২,প্ল্যাটফর্ম একটিভিষ্ট, মমেক শাখা) ,ডাঃ হিমেল বিশ্বাস (ম-৪৭, এডমিন-ময়মনসিংহ জোন)

ছবিঃ ডাঃ শামীম রিজওয়ান ,  ডাঃ আবু নাছির (ম-৪৭), ডাঃ হিমেল বিশ্বাস (ম-৪৭) এবং  হিমু দাস (ম-৫২)

 

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post