X

ময়মনসিংহের ভালুকায় ২ জন চিকিৎসকের করোনা শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৬ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে! এবার ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দুইজনই উপসর্গবিহীন। ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাঁদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন বলেন,

“গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারীর শনাক্তের পরের দিন বৃহস্পতিবার এক ল্যাব সহকারীর শরীরে করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে ২ জন চিকিৎসকের করোনা পজিটিভ আসে। তাঁদের কোনো উপসর্গ নেই।”

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ কামাল বলেন,

“সরকারি হাসপাতালের ৪ জনসহ উপজেলায় মোট ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালের এক কর্মী শনাক্তের পর থেকেই ওই ক্লিনিকে আইসোলেশন রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২ জনের হালকা জ্বর ছাড়া কারও মধ্যে জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। আক্রান্ত সবার সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা ভালো আছেন।”

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

অংকন বনিক:
Related Post