X

মেডিসিন ক্লাবের উদ্যোগে সারা দেশব্যাপী পালিত হয়ে গেলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া রোগ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং মেডিসিন ক্লাব ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০১৯ উদযাপিত হয়। এবারের মেডিসিন ক্লাবের প্রতিপাদ্য বিষয় ছিল- থ্যালাসেমিয়া থেকে পেতে চাইলে রক্ষা, বিয়ের আগে করতে হবে রক্ত পরীক্ষা।

৮ই মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, এমপি, মিজ জুয়েনা আজিজ, সিনিয়র সচিব, সসমাজকল্যাণ মন্ত্রণালয়, আকতারী মমতাজ, সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। উক্ত অনষ্ঠানে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে মেডিসিন ক্লাবের ভুমিকার জন্য একটি সন্মাননা স্মারক দেওয়া হয়। মেডিসিন ক্লাবের পক্ষ থেকে তা গ্রহণ করেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ লিখন।

এছাড়াও থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। সেমিনারের বিষয় ছিলো –
Universal access to quality Thalassemia health care services : building bridges with and for patients.

মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় প্রায় ৩০ টি মেডিকেল কলেজে একযোগে ৮ ই মে সচেতনতামূলক ক্যাম্পেইন, র‍্যালি সহ বিভিন্ন কর্মসূচি প্রতিটি শাখায় পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। তন্মধ্যে আব্দুল মালেক মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, ইউ এস বাংলা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ,গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ,শেখ হাসিনা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচী,ব্লাড গ্রুপিং ,সেমিনার, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

উল্লেখ্য যে মেডিসিন ক্লাব মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত একটি একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী,টিকাদান কর্মসূচী,থ্যালাসেমিয়া শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিনাশর্তে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ,হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে মেডিসিন ক্লাব স্থান করে নিয়েছে আর্ত পীড়িত মানবতার অন্তরে।
এই লক্ষ্যে ২০০১ সালে মেডিসিন ক্লাব সকল কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্ব বিবেচনায় শুরু করে “থ্যালাসেমিয়া প্রজেক্ট” । সারাদেশে মেডিসিন ক্লাবের প্রায় ৩০ টি মেডিকেল কলেজে অবস্হিত শাখায় থ্যালাসেমিয়া রোগীদের এই বিশেষ প্রকল্পের আওতাধীন বিবেচনা করা হয়ে থাকে।তাদের বিনামূল্যে বিনাশর্তে রক্ত সরবরাহ করে থাকে মেডিসিন ক্লাব। এছাড়া চিকিৎসা সংক্রান্ত সচেতনতা ও কাউন্সেলিং ,প্রতিরোধের জন্য সচেতনতামূলক বিভিন্ন পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

লিখেছেন-
মাহফুজ অন্তর
অর্থ সম্পাদক
মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ(২০১৮-১৯)
প্ল্যাটফর্ম ফিচার –
নূর-ই-আফসানা
যুগ্ম আহ্বায়ক
মুগদা মেডিকেল কলেজ ইউনিট

Urby Saraf Anika:
Related Post