X

মেডিক্যাল অ্যাপস -০১

লেখকঃ সাজ্জাদ শাহরিয়ার সিয়াম

এখন সবাই বলতে গেলে স্মার্টফোন ব্যাবহার করে।হাজারো আপস আছে আমাদের দৈনন্দিন কাজ কে সহজ করে তুলতে। মেডিকেলের পড়াশুনা কে একটু সহজ করতে আজ কিছু মেডিকেল আপস নিয়ে আলোচনা করবো । অনেকেই হয়ত জানেন আর যারা জানেন না তাঁদের জন্য এটা।
(এগুলো আমার ব্যবহার করা আপস ,এঁর থেকেও কোনটা ভাল হয়ে থাকলে জানাতে ভুলবেন না)
(আপস গুলো সকল Android ও Ios ডিভাইসের জন্য ) 
চলুন দেখে নেয়া যাক কিছু আপস এঁর কাজ ঃ

১ ] ‪#‎Dorlands‬ Illustrated Medical মেডিকেল ডিকশনারী যাতে মোটামুটি আপনার দরকারি সকল মেডিকেল টার্ম এঁর ছবি সহ অর্থ পাবেন । খুব এ কাজের এই আপসটির দাম মাত্র ৫০ ডলার । !!
২] ‪#‎Lab‬ Values + Medical Reference ল্যাব এঁর রেফেরেন্স ভ্যালুস এঁর এক বিশাল তালিকা আছে সিস্টেম অনুযায়ী জা আমাদের দ্রুত কাজ করতে হেল্প করবে ।
৩] ‪#‎Drug‬ Dictionary & information – নিচে কয়েকটা ভাল ড্রাগ ডিকশনারী নাম দেয়া হল যেখানে ড্রাগ এঁর ফার্মাকোলজি জানা যাবে ।
# Pocket Rx ,
‪#‎micromedex‬ drug information
৪] ‪#‎Mnemonics‬ : নতুন করে বলার কিছু নাই কম বেশি সবাই ব্যাবহার করে। এরকম অনেক কিছু এক সাথে দেয়া একটি আপস
৫] Medscape : মেডিকেল নিউজ,রেফেরেন্স,ড্রাগ সহ অনেক অনেক কিছু দিয়ে ভরপুর আপস টি ।
এরকম আরও কয়েকটি আপস : WebMD, Epocrates
6] BD Drug Directory, Bangladesh Drug Compendium Zils Drug Database : অবশেষে আমাদের দেশের ড্রাগ নিয়ে ডাটাবেজ তৈরি হল। ধন্যবাদ এঁর সাথে জড়িত সবাইকে । আপস গুলা সত্যি অনেক কাজের ।

উপরের ১ ও ২ ছাড়া বাকি সব ই ফ্রি ।google Play Store ও Appale istore এ পাবেন , কাজে লাগলে ডাউনলোড করে নিন।
আর ১ ও ২ এঁর লিঙ্ক
Medical Dictionary
প্ল্যাটফর্ম এঁর নিজস্ব ফোল্ডার এঁর লিঙ্ক এইখানে নতুন নতুন আপস ও বই আপলোড করা হবে
E-platform @sss

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (4)

Related Post