X

মেডিকেল শিক্ষার্থী দ্বারা পরিচালিত ১০ টাকা বেতনের “অ আ ক খ” স্কুল

৬ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জ জেলার কাওয়াখালী ইউনিয়নের দুর্গম চরে অবস্থিত গ্রাম বাগমারী, যেখানে কিনা কয়েক বছর আগেও এলাকার শিক্ষার্থীদের নিকটবর্তী স্কুলে যেতে পাঁচ ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হত। এমনই সংকটময় মুহূর্তে দরিদ্র শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও দুর্গম এই চরে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাজমুল ইসলাম ও তার কিছু সহপাঠী । তাঁর ব্যক্তিগত প্রচেষ্টা ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজের কতিপয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক ও অলাভজনক ” Do Something Foundation “নামক সংগঠনের উদ্যেগে বাগমারীতে স্থাপিত হয় “অ আ ক খ” স্কুল। যেখানে মাত্র ১০ টাকা বেতনে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হয় বই , খাতা, কলম, স্কুল ব্যাগ। এছাড়া বিশেষ বিশেষ অনুষ্ঠানে দেয়া হয় খাবার ও পোশাক । স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নাজমুল জানান ,” ২০১৬ সালের ১৯শে মে “Do Something Foundation” সংগঠনটির যাত্রা শুরু হয় একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবী মেডিকেল শিক্ষার্থীদের মাধ্যমে। বর্তমানে আমাদের “অ আ ক খ” স্কুলের দুটি শাখা রয়েছে।সাভার জাতীয় স্মৃতিসৌধের সাথে অবস্থিত স্কুলে ৮৯ জন ছাত্রছাত্রী এবং সিরাজগঞ্জের দুর্গম যমুনার চরের শাখায় ১১৪ জন ছাত্রছাত্রী। তাছাড়া আমরা শিক্ষাবৃত্তি দিয়ে থাকি প্রতি বছর। বর্তমানে আমাদের বৃত্তির আওতায় ১৫ জন ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে রয়েছে। যমুনার দুর্গম চরে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে। আমাদের নিজস্ব কম্বল ফ্যাক্টরি রয়েছে । ” তিনি আরো বলেন স্কুলে যেসব সুবিধা দেয়া হয় তার মধ্যে রয়েছে :
১. বিনা বেতনে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানো
২. স্কুল ড্রেস,ব্যাগ,খাতা,কলম,বই,জুতা বিনামূল্যে বিতরণ।
৩. সরকারী সিলেবাসের পাশাপাশি সাধারণ জ্ঞান এবং অংকন বিদ্যার বই পড়ানো।
৪. ছাত্রছাত্রীদের কর্মমুখী শিক্ষাদান (হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ )
৫. কম্পিউটার প্রশিক্ষণ ।
৬. স্কুলের ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড কর্ণার।
৭. স্কুলের বিশাল লাইব্রেরি যেখানে ৭৫০ এর উপরে বই রয়েছে (মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, শিশু গল্প,উপন্যাস প্রভৃতি)
৮. ছাত্রছাত্রীদের বার্ষিক বনভোজনে নিয়ে যাওয়া ।
৯. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।
১০. সাপ্তাহিক হেলথ ক্যাম্প এবং সাংস্কৃতিক ক্লাস (নাচ,গান,কবিতা আবৃত্তি,অভিনয় ইত্যাদি)
১১. মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা,ক্লাস উপস্থিতির উপর পুরস্কার বিতরণ ।
১২. বিশুদ্ধ পানির ব্যবস্থা,খেলাধুলার ব্যবস্থা ।
১৩. লিডারশিপ ট্রেইনিং এবং স্কুল প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শিক্ষনীয় ভিডিও দেখানো ।

২০১৮ সালের ৬ নভেম্বর দেশের স্বনামধন্য সংবাদপত্র “দ্যা ডেইলি স্টার ” তাদের প্রথম পাতায় “অ আ ক খ ” স্কুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে ৩০ নভেম্বর , ২০১৮ ইং তারিখে “দ্যা ডেইলি স্টার ” তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে সিরাজগঞ্জ শাখার স্কুলটি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারিও প্রকাশ করে।

স্টাফ রিপোর্টার / হৃদিতা রোশনী

Publisher:

View Comments (1)

  • নিউজটি ভূয়া আমার বাড়ি সেখানে প্রতিষ্ঠান টি শুধু নামেই আদো ফলাফল শূন্য সত্যতা যাচাই করে নিউজ করা ভালো হবে

Related Post