X

মার্কস ডেন্টাল কলেজকে মেডিকেল কলেজে রূপান্তর না করার দাবি শিক্ষার্থীদের

রাজধানীর মিরপুরে অবস্থিত মার্কস ডেন্টাল কলেজকে মেডিক্যাল কলেজ ইউনিটে পরিণত না করার দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের ছোট মিলনায়তনে মার্কস ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মার্কস ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্রী শিরীন সুলতানা বলেন, ‘২০০৮ সালে কলেজ কর্তৃপক্ষ মার্কস ডেন্টাল কলেজের নামে জমি বরাদ্দ দেয়। সেখানে ২০১১ সালে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের জন্য পৃথক জায়গা ও ভবন করার জন্য চিঠি দিয়ে আসছিল।

কিন্তু কর্তৃপক্ষ অধিক মুনাফার জন্য স্বতন্ত্র ডেন্টাল কলেজকে রাতের আঁধারেই মেডিক্যাল কলেজের অধীন ডেন্টাল ইউনিট করার সিদ্ধান্ত নেন এবং এটি বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে লিখিত আবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেন্টাল কলেজটিকে মেডিক্যাল কলেজ ইউনিট করার লিখিত নির্দেশ প্রদান করেন।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এর ফলে মালিকপক্ষ ব্যবসায়িক সুবিধাপ্রাপ্ত হবে। অন্যদিকে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কেননা আমাদের স্বতন্ত্র ডেন্টাল কলেজে পড়াশোনার খরচ কোন মেডিক্যাল কলেজ ইউনিটে পড়ার প্রায় তিন গুণ। এছাড়া আমাদের এতদিন ধরে ডেন্টাল কলেজের শিক্ষকরাই পাঠদান করে আসছেন। কিন্তু এটি মেডিক্যাল কলেজ ইউনিটে পরিণত হলে মেডিক্যাল কলেজের যে কোন শিক্ষক আমাদের ক্লাস নেবেন। এর ফলে আমাদের পড়াশোনার মান কমে যাবে।

এ অবস্থায় মার্কস ডেন্টাল কলেজের শিক্ষার মান সমুন্নত রাখতে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহবান জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন শেষে কলেজের প্রায় দেড়শ শিক্ষার্থী প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post