X

মাদকসেবীদের’ হামলায় শহীদ তাজউদ্দীন মেডিকেলের কয়েক জন ছাত্র আহত

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিন ছাত্র ও এক কর্মচারী ‘মাদকসেবীদের’ হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার এসআই মো. মাহবুবুর রহমান হামিদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, আটক সজীব (২৪) একজন মাদকসেবী। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে।

আহতরা হলেন- মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. রবিউল আলম (২৩) ও মো. সাজ্জাদ হোসেন (২২), প্রথম বর্ষের ছাত্র মো. নাহীন (২০) এবং কলেজ ক্যান্টিনের ম্যানেজার মো. মাসুম মিয়া (৩৫)।

মেডিকেল কলেজের অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার যুবককে কলেজ ক্যাম্পাসে বসে গাঁজা সেবন করতে দেখে কয়েকজন ছাত্র প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।”

হামলায় সাজ্জাদের মাথা কেটে যায় এবং বাকি দুই ছাত্রও আহত হন। এ সময় ক্যান্টিন ম্যানেজার মাসুম এগিয়ে গেলে মাদকসেবীরা তাকেও মারধর করে।

পরে তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান অধ্যক্ষ।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে এসআই মাহবুবুর জানান।

তথ্যসূত্র- বিডি নিউজ ২৪

পরিমার্জনায় – মারেফুল ইসলাম মাহী

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post