X

ঢাকা ডেন্টাল কলেজের নতুন সংগঠন

ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষাত্থীদের মেধা – মননের সঠিক চর্চার জন্য অনেকদিন ধরেই একটা ডিবেটিং এন্ড কুইজ ক্লাবের প্রয়োজনীয়তা অনুভূত হয়ে আসছিলো …

বিভিন্ন সময় ডি,ডি,সিয়ানরা অন্যসব প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন বিতর্ক,কুইয কিংবা পোস্টার কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকলে ও সংঘবদ্ধভাবে এসবের চর্চা হচ্ছিলো না … সে লক্ষে গত মে ,২০১৫ থেকে যাত্রা শুরু করে Dhaka Dental College -debating and quiz society ( DDC -DQS ) … প্রথমদিকে ক্লাবের রুমেই ডিবেট/কুইজ চর্চা হত …

গত ১৬ – ই অগাস্ট কলেজ অডিটোরিয়ামে ছোট্টো পরিসরে আয়োজন করা হয় ডিবেট কম্পিটিশন …ডিবেটের বিষয় ছিলো – ‘এই সংসদ মনে করে মেডিকেল ভর্তি পরীক্ষায় সিট সংখ্যা বাড়ানো উচিত … প্রতিযোগিতার পার্টিসিপেন্ট ছিলো ডি- ৫১ ও ডি- ৫২ … বিচারকের দায়িত্ব পালন করেন শ্রদ্ধেয় নাসিরুল ইসলাম স্যার, কাজল চন্দ্র পাল স্যার এবং রাইসুল ইসলাম সজীব ভাইয়া …

তুমূল তর্ক – বিতর্কের পর অবশেষে জয়ী হয় ডি – ৫১ … সময় স্বল্পতার জন্য কুইজ এবং এক্সটেম্পর স্পিচ কম্পিটিশনটা সম্পন্ন হয়নি ।
খুব শিঘ্রী এই দুটো সেগমেন্ট ও সম্পন্ন করা হবে।

লিখেছেন- সাবরিনা আব্বাস

পরিমার্জনায় -মারেফুল ইসলাম মাহী

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post