X

মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সিদ্ধেশ্বরী উচ্চ বালক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডায়াবেটিক, শিশু, ডেন্টাল, খাদ্য ও পুষ্টি বিষয়ের উপর চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

উক্ত ক্যাম্পে প্রায় ৬০০ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা ও ডায়াবেটলজিষ্ট চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন। ডেন্টিস্ট এর মাধ্যমে ২০০ রোগীকে ডেন্টাল চেক-আপ সহ শিশুদের দাঁত তোলা হয়। শিশুরোগ বিশেষজ্ঞ প্রায় ১৫০ শিশু রোগীকে চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

ডায়াটেশিয়ান এর মাধ্যমে প্রায় ১০০ রোগীকে বিভিন্ন ধরনের ডায়েট পরামর্শ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্যাথলজি ও ইমেজিং পরীক্ষা-নীরিক্ষা ও ঔষধের উপর বিশেষ ছাড় দেওয়া হয়।

ক্যাম্প উদ্বোধন করেন প্রফেসর ডাঃ এম. এ. আজিজ, মহাসচিব (স্বাচিপ), অধ্যক্ষ, ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ জাহেদুল আলম, উপ-পরিচালক ডাঃ সৈয়দ ইশতিয়াক আহমেদ।

এছাড়াও উক্ত স্কুলের গভর্নিংবডির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিশনার মুন্সী কামরুজ্জামান কাজল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদউজ্জামান সহ স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

ক্যাম্প পরিদর্শন করে অতিথীগণ ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

উক্ত ক্যাম্পে ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চীফ অপারেশনাল অফিসার ডাঃ নাজমুল হাসান ক্যাম্পে আগত রোগীদের সাথে কথা বলেন ও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Banaful:

View Comments (37)

  • Free medical camp is one of the many reasons for such vulnerable pathetic disgusting condition of graduate dr.society! We can't realize our value

  • ফ্রি পাওয়ার যোগ্যতা নাই পাবলিকের।
    যত্তসব ফাওল কাজ। ফ্রি মাইর খেয়ে সব সমান হয়ে যাচ্ছে!!

    • Bogurai tow shei gorib manush collar dhore boshlo. Latest update shey gorib manusher kollane ekhon junior daktarer internship batil korar nirdesh diyechen montri.

    • গরীব হলেই তাকে সার্ভিস দিলে মনুষ্যত্ব দেখানো হয়ে যাবে তার কোনো যৌক্তিকতা আমাদের দেশে নেই। আমদের কতো স্যারকে দেখেছি সার্ভিস দিয়ে বেড়াতে, কতো জটিল রোগীকে সুস্থতায় ভূমিকা রাখতে। অথচ সেইসব মানুষেরা স্যারদেরকে লিফটেও জায়গা ছাড়েনা।

    • Maaruf Buksh Sir, from my experience I've seen people come to free camp as random. They don't even follow the prescriptions. Some comes to take free medicine.

  • ফ্রি চিকিৎসা বন্ধ করেন। এই হারামী জাতি সেটা ডিজার্ভ করে না।

Related Post