X

ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন

বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা, উচ্চ শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন করে  প্রতিবাদ জানিয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকার বেসরকারি  মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোর শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে ।

এছাড়া ঢাকার বাইরে  চট্টগ্রাম ও সিলেটে একই দাবিতে মিছিল এবং মানববন্ধন করেছে । তবে আন্দোলনের কারণে যানবাহন চলাচলের ব্যঘাত সৃষ্টি আর সড়ক অবরোধ হওয়ার কোন খবর এখনও পাওয়া যায় নি। শিক্ষার্থীরা বেশ শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করেছেন।
বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা অচল হয়ে পড়ার পর, বেসরকারি বিশ্ববিদ্যালয়,মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোর  টিউশন ফি থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সেই ভ্যাট আদায়ের কথা জানানো হলেও তাতে ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কা থেকে শিক্ষার্থীদের একটি দল আন্দোলনে রয়েছে। শনিবার থেকে তিন দিনের ধর্মঘট ডাকে তারা।
এজন্য আজ দেশের সকল বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলজের শিক্ষার্থীরা , বেসরকারি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের সাথে একাত্নতা ঘোষণা করে।
দেশের সরকারি ডেন্টাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজের এক শিক্ষার্থী এর মতে , মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। আমার বড় দুই ভাইবোন দুজনেরই কোন পাব্লিক ইনস্টিটিউশনে চান্স হয়নি। তারা দুজনই প্রাইভেট ভার্সিটি থেকে তাদের পড়াশুনা শেষ করে। প্রতি চার মাস পরপর তাদের সেমিস্টার ফি দিতে আমার আব্বু-আম্মু কতভাবে টাকা জমাতো তা আমার নিজের দেখা। প্রাইভেটে যারা পরে তাদের সবার কোটি কোটি টাকা এটা ভুল ধারনা। অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের। প্রাইভেট ভার্সিটিতে সেমিস্টার ফি কমানোর জন্য যখন কোন পদক্ষেপ নেয়া উচিত তখন উল্টা তাদের উপর ভ্যাট যোগ করা অমানবিক। ঢাকা ডেন্টাল কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি এই  ভ্যাট বিরোধী আন্দোলনের  স্বপক্ষে “

 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  কর্তৃপক্ষ ভ্যাটের অর্থ দিতে ‘রাজি’ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যাতে অন্য কোনো খাতে বাড়তি অর্থ নিতে না পারে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের সতর্ক থাকতে হবে।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি এবারের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেবে। ইতোমধ্যে তারা সে ঘোষণাও দিয়েছে।

 

 

University Dental College
JRRMC,SYLHET
North East medical college ,sylhet
Pioneer Dental college
Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (2)

  • VAT দেয়া না দেয়া বিতর্ক ও
    উত্তেজনার মাঝে VAT ইস্যুর চাইতেও
    অনেক বেশী বেদনা ও হতাশা বোধ
    করছি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের
    শিক্ষার্থীদের প্রতি সমাজের অনেক
    সম্মানীয়, মেধাবী, শিক্ষিত ও
    প্রতিষ্ঠিত মানুষের প্রকাশ্য বিমাতা
    সুলভ তাচ্ছিল্য ও অবহেলায়! মেধা নিয়ে
    তাঁদের অতি অহংকারের কারণে
    অবহেলা নাকি অজ্ঞতার কারণে
    অবহেলা, নাকি ঈর্ষা?
    পয়েন্ট টু বি নোটেড: ব্যাক্তি আমি শুরু
    থেকে শেষ পর্যন্ত পাবলিক
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম
    এবং এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের
    শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ
    করতে লিখছি না, লিখছি 'সমঅধিকার'
    কে সমুন্নত দেখতে। জি, সমঅধিকার -
    an indispensable human right!
    মেধার অহংকার করছেন! যদি আসন থাকে
    ১০ জনের এবং কঠিন মেধাবী ১৫ জন
    ভর্তির আবেদন করে থাকে, তাহলে বাদ
    পরা ৫ জন মেধাহীন হয়ে গেলো, তাই
    না?
    যদি আসন থাকে ১০ জনের এবং কঠিন
    মেধাবী প্রার্থী ৭ জন এবং মেধাহীন
    প্রার্থী ৮ জন, তাহলে মেধাহীন যে ৩
    জন ভর্তির সুযোগ পেলো তারা সাথে
    সাথে মেধাবী হয়ে গেলো, তাই না?
    আমি একজনের কথা জানি যিনি বুয়েট
    থেকে পড়াশুনা করে দীর্ঘদিন বিদেশে
    বড় পদে চাকুরী করেছেন। তাঁর ছেলেও
    বুয়েটে চান্স পেয়েছিল ইলেক্ট্রিক্যালে
    । কিন্তু সেই সময় ছাত্র রাজনীতির
    অসুস্থ পরিবেশে ভীত হয়ে ছেলেকে নর্থ
    সাউথে এনে ভর্তি করিয়ে দেন
    কম্পিউটার সায়েন্সে। এটাকে এখন
    আপনি কি ভাবে দেখবেন?
    কেন মানতে চান না যে, হার্ভার্ড
    ইউনিভারসিটির মতো পৃথিবীর টপ
    রেঙ্কড বিশ্ববিদ্যালয়গুলোর বেশীর
    ভাগই প্রাইভেট।
    কেনো চোখ খুলে দেখতে পান না যে
    মহাখালী বনানী এলাকায় যে অগণিত
    সফটওয়ার ফার্ম এবং আরো অন্যান্য
    উদ্যোক্তা ফার্ম নীরবে বৈদেশিক মুদ্রা
    অর্জন করছে তার অন্যতম কৃতিত্ব
    বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর?
    তাচ্ছিল্য অবহেলা করেই যাচ্ছেন, কিন্তু
    জানতে পারছেন না গুগোল এ কাজ
    করেছে, তার গুগোল প্লাস প্রজেক্টে,
    বাংলাদেশেরই এক বেসরকারি
    বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র,
    তাও ৫/৭ বছর আগে। জানতে চাচ্ছেন না
    অথবা মানতে পারছেন না যে
    বাংলাদেশে ইউনিলিভার, বিএটি,
    গ্রামীণ ফোনের মতো বড় বড় মাল্টি
    ন্যাশনাল কোম্পানিগুলোর উচ্চ
    পদমর্যাদার একটা উল্লেখযোগ্য অংশ
    আপনার তাচ্ছিল্যের এই সব বেসরকারি
    বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
    পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কি
    চোখে পরে না যেখান অগ্রাধিকার
    দেয়া বিশ্ববিদ্যালয় গুলোর বেশীর ভাগই
    বেসরকারি? এক বার ভেবে দেখেছেন
    কেনো এতো বড় বড় কোম্পানিগুলো এদের
    অগ্রাধিকার দেয়?
    তাজা এই খবরটিও আপনার চোখ এড়িয়ে
    যায়, ঈর্ষায়, যে গত সপ্তাহে প্রকাশিত
    বিসিএস এর চূড়ান্ত রেজাল্টে প্রথম
    স্থান অধিকার করে পররাষ্ট্র ক্যাডারে
    নিয়োগ পেতে যাচ্ছে এক বেসরকারি
    বিশ্ববিদ্যালয়েরই ফসল যে আপনার
    হিসাবে মেধাহীন!
    বেসরকারি ভিকারুন্নেসা, আইডিয়াল,
    নটরডেম, স্কলাস্টিকা নিয়ে গর্ব করছেন,
    আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে
    করছেন তাচ্ছিল্য! funny!
    কোয়ালিটির জন্য সরকারী বিআরটিসি
    বাসে না গিয়ে আপনি যাচ্ছেন
    বেসরকারি গ্রিন লাইনে, তখন অবহেলা
    করছেন না। কোয়ালিটির জন্য সরকারী
    হাসপাতালে না গিয়ে আপনি যাচ্ছেন
    বেসরকারি হাসপাতালে, তখন অবহেলা
    করছেন না। আপনার সকল অবহেলা
    তাচ্ছিল্য তুলে রেখেছেন শুধু বেসরকারি
    বিশ্ববিদ্যালয়ের জন্য! pathetic!
    Discrimination is a hate crime. It is
    strictly unexpected from educated,
    established, and talented persons like
    you. PLEASE DO A JUSTICE TO YOUR
    FINE EDUCATION AND STOP
    DISCRIMINATION.
    আমি যদ্দুর বুঝি, বেশীর ভাগ বেসরকারি
    বিশ্ববিদ্যালয়ের ৭.৫ শতাংশ ভ্যাটের
    পরিমাণ সরকারী বিশ্ববিদ্যালয়ের মূল
    ফিএর চাইতে বেশী। অন্তত বিবেকের
    তাড়নায় হলেওতো এই ভ্যাটের বিরুদ্ধে
    দাঁড়ানো উচিৎ আপনার।
    ভ্যাটের পক্ষে থাকুন বা না থাকুন,
    নিজের শিক্ষা, বিবেক, ও মানবিকতাকে
    সমুন্নত রাখার স্বার্থে অন্তত,
    ডিসক্রিমিনিশন বন্ধ করুন।
    Written by:
    Sakhwat H Bhuiya
    Former IBAin, DU
    PHD, University of Oklahoma.

    • আপনার সাথে সহমত... খুব ভাল কিছু পয়েন্ট করেছেন... ধন্যবাদ আপনাকে :)

Related Post