X

ভেন্টিলেটরের রোগীর হাতের লেখা – ফলো আপ নিউজ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার 

গত ১০ অগাস্ট ২০২১, (মঙ্গলবার) প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির ফেসবুক গ্রুপে একজন লাইফ সাপোর্টে থাকা রোগীর হাতের লেখা বিষয়ক একটি পোস্টে চিকিৎসক ডা. মিমি হোসাইন তুলে ধরেছিলেন লাইফ সাপোর্টে থাকা একজন রোগীর অপ্রকাশিত কিছু আকুতির কথা।

পোস্টটি জনসম্মুখে আসার পর হৃদয় ছুঁয়ে যায় অনেকের ই। অনেকেই জানতে চান রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে। সে বিষয়ে ডা. মিমি পরবর্তীতে জানান, গতকাল থেকে রোগীর কৃত্রিম শ্বাসযন্ত্র আর লাগছে না। তিনি কথা বলতে পারছেন। কাগজে লিখে দিতে হচ্ছে না। শারীরিক অবস্থা স্থিতিশীল হতে তাঁর আরো সময় লাগবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন। তবে মানসিকভাবে তিনি বেশ ভালো বোধ করছেন।

১০ আগস্ট ২০২১ তারিখে লাইফ সাপোর্টে রোগীর হাতের লেখা

(সঙ্গত কারণেই রোগীর পরিচয় ও হাসপাতালের নাম উল্লেখ করা হলো না)।

 

Silvia Mim:
Related Post