X

ভুয়া চিকিৎসকের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টের রিট

প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর ২০২০, সোমবার

ভুয়া চিকিৎসকের সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন। আজ সোমবার জনস্বার্থে এ রিট আবেদন করেন তিনি।

ছবিঃ সুপ্রিম কোর্ট

আবেদনে তিনি দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (৩) ও ২৯ (২) ধারা সংশোধন করে ভুয়া চিকিৎসকের শাস্তি তিন বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা করার অনুরোধ করেন। তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে অনেক ভুয়া চিকিৎসক মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। দেশের সাধারণ মানুষ এই সব ভুয়া চিকিৎসকদের কাছে গিয়ে শারীরিকভাবে স্থায়ী অক্ষমতাসহ মৃত্যুর মুখোমুখি হচ্ছে। তিনি আরো বলেন, ভুয়া চিকিৎসার কারণে মানুষের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি বিবেচনায় শাস্তি অত্যন্ত নগণ্য। এ কারণে দেশে ভুয়া চিকিৎসকদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং দেশের মানুষের স্বাস্থ্যসেবা দিনে দিনে হুমকির মুখে পড়ছে।

আবেদনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ সংশোধন করে ভুয়া চিকিৎসকের শাস্তি কেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা বৃদ্ধির সুপারিশ করা হবে না, তার নির্দেশনাও চাওয়া হয়।

তথ্যসূত্রঃ দ্য ডেইলি স্টার

Silvia Mim:
Related Post