X

ভাতা পাচ্ছেন নন-রেসিডেন্সি প্রোগ্রামের চিকিৎসকরাও

প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর, ২০২১, মঙ্গলবার 

রেসিডেন্সি এবং এফসিপিএস এর সাথে এখন থেকে নন রেসিডেন্সি প্রোগ্রাম তথা ডিপ্লোমা, এমফিল, এমপিএইচ, এম মেড সহ সকল কোর্সের সকল চিকিৎসক প্রতি মাসে ২০,০০০/- ভাতা পাবেন।

গত ১৫ই ডিসেম্বর, ২০২১ ইং বিএসএমএমইউ এর ব্লক অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য সচিব মহোদয় এর উপস্থিতিতে নন রেসিডেন্সি প্রোগ্রামের ২০২০-২১ সেশনের চিকিৎসকদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয় এবং সেই অনুসারে ২০শে ডিসেম্বর, ২০২১ ইং তারিখে সকলের ব্যাংক একাউন্টে সবার প্র‍াপ্য টাকা প্রেরণ করা হয়।

উল্লেখ্য, সকল কোর্সের, সকল ইনস্টিটিউটের সকল চিকিৎসক এই ভাতার অন্তর্ভুক্ত।

[তথ্যসূত্রঃ ডা. নাজিন, রামেক ২০০৯-১০, এমপিএইচ, বিএসএমএমইউ]

Tasmia Prapty Coma:
Related Post