X

বিসিএস ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

বিসিএস ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

পিএসসি তে ভাইভার আগে( ১৩ – ২৪ )তারিখ যে সকল কাগজ জমা দিতে হবে তার লিস্ট দিয়ে—

১.BPSC form -1 downloaded copy (photocopy হলে সত্যায়িত করে দিতে হবে)
২.BPSC form-2 Cader এর নাম সম্বলিত কপি (ডাউনলোড করে নিজ হাতে পূরণ করবেন)
৩.BPSC form -3 (নিজের পাসওয়ার্ড দিয়ে ঢুকে বাংলায় পূরন করে ডাউনলোড করে জমা দিতে হবে;নিচের ছবিতে দেখে নিন)
৪. পাসপোর্ট সাইজ ছবি ৩ কপি সত্যায়িত করে BPSC form -2 এর উপরের বাম পাশের কর্ণারে পিন স্টাপ্লার দিয়ে সংযুক্ত করে দিবেন
৫.SSC certificate সত্যায়িত ফটোকপি
৬.HSC certificate সত্যায়িত ফটোকপি
৭.MBBS certificate সত্যায়িত ফটোকপি
(যাদের সার্টিফিকেট নেই তারা MBBS final exam এর মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি দিতে পারবেন কিন্তু ভাইভাতে প্রভিশনাল সার্টিফিকেট মাস্ট)
৮.BMDC certificate সত্যায়িত ফটোকপি
(শেসন ১২-১৩ যাদের BMDC reg certificate নেই তারা সাময়িক যে রেজিস্ট্রেশন দিয়েছে ইন্টার্ন করার জন্য সেটাই জমা দিবেন)
৯.যারা এপিয়ার্ড দিয়ে এক্সাম দিয়েছেন তারা অবশ্যই প্রিন্সিপাল স্যারের নিকট থেকে এক্সাম শুরু এবং শেষের তারিখ সহ প্রত্যয়ন পত্র জমা দিবেন
৯.NID or Smart Card সত্যায়িত ফটোকপি
১০.যারা সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত (যেমন পরিবার পরিকল্পনা, পরমানু চিকিৎসা এসব জব) চাকুরির ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে NOC (no objection certificate/clearance certificate ) নিতে হবে।
★★জাতীয়তা সনদ দিতে হবে গ্রামে বাড়ি হলে চেয়ারম্যান থেকে,শহরে হলে মেয়র থেকে নিবেন।এটা স্থায়ী ঠিকানার সনদ।

মুক্তিযোদ্ধা কোটাধারীঃ
১১.মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ১৯.০৬.১৭ তারিখের ৭ নং পরিপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধাদের নাম সম্বলিত লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকার সত্যায়িত ২ কপি
১২.মুক্তিযোদ্ধার বয়স (১২ বছর ৬ মাস) প্রমাণের জন্য, উনার (মুক্তিযোদ্ধার) S.S.C সনদের সত্যায়িত কপি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেট বা জন্ম তারিখ সম্বলিত দলিলের সত্যায়িত কপি।
১৩. ওয়ারিশ সার্টিফিকেট -১ কপি সত্যায়িত (মুক্তিযোদ্ধার সাথে আপনার সম্পর্ক যদি পিতা বা মাতা হয়; মুক্তিযোদ্ধার সাথে আপনার পিতার /মাতার সম্পর্ক যদি দাদা বা নানা হয়)

★ক্ষুদ্র নৃ-গোষ্ঠি /প্রতিবন্ধী কোটার ক্ষেত্রেঃ চেয়ারম্যান /মেয়র এর কাছ থেকে সার্টিফিকেট নিবেন
১৪.ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হলে জেলা প্রশাসকের সার্টিফিকেট এর সত্যায়িত কপি
১৫.প্রতিবন্ধী কোটায় হলে সমাজসেবা বিভাগের উপপরিচালক বা তার সমমানের কর্মকর্তা থেকে সার্টিফিকেট নিতে হবে এবং এর সত্যায়িত কপি জমা দিতে হবে

•ভয় পাবেন না, কোন কাগজ মিস করবেন না,যে দিন কাগজ জমা দেবার ডেট ঐ দিন আপনি নিজে পিএসসি তে গিয়ে সবচেয়ে ভালো/অন্য কাউকে দিয়ে(সাধারণত চেষ্টা করবেন না)জমা দিয়ে সাইন দিয়ে আসবেন।
•পিসিএস আপনার প্রার্থীতা অল্পতেই বাতিল করতে চায় না,যথেষ্ট লিবারেল।তাই বলে আপনাকে অসচেতন হলে চলবে না। সার্টিফিকেট এর ২ /৩ কপি সত্যায়িত করে নিয়ে যাবেন (ইটস ইউর সেফটি).
•BPSC form -1,2,3 এর তিন /চার নিজের কাছে রেখে দিবেন। সত্যিকার ভাবে সব সার্টিফিকেট এর ৪/৫ কপি সত্যায়িত করে নিজের কাছে রাখাই উত্তম।
•কাগজ গুলি আজই গুছিয়ে ফেলুন,তারপর নাকে তেল দিয়ে পড়তে বসুন
•অযথা কাজ জমিয়ে রাখবেন না।
•অনেকেই form -3 এর জন্য পাসওয়ার্ড নিয়ে টেনশিত, নো প্রবলেম!!!এপ্লিকেন্ট কপিতে পাসওয়ার্ড দেয়া আছে,একটু মন খুলে হাসুন
•আপনার প্রভিশনাল সার্টিফিকেট জমা দিলেও সমস্যা নেই,ভাইভাতে মেইন কপি জমা দিবেন।
জমা দেয়ার ডেট একটু নিচের ছবিতে দেখে নিন।
সকলের জন্য শুভ কামনা..


লেখক :ডা. মেহেদী আলম ( ম-৪৭)
বিসিএস স্বাস্থ্য, ৩৬ তম বিসিএস
মেধাক্রম-৩১
মেডিকেল অফিসার, সদর পটুয়াখালী (নিজ জেলা)
প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ।
Mahbubul Haque:
Related Post