X

বিশ্বে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যুর রেকর্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। সারা বিশ্বে গতকাল কোভিড-১৯ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০ হাজার ১৮৫ মানুষ মৃত্যুবরণ করেছে। একদিনে শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ করোনা রোগী এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার জন। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট worldometers.info এর তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৮৭১ জনে এবং এদের মধ্যে মৃত্যুবরণ করেছে ১২ লাখ ৮৮ হাজার ৯০০ জন।

বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১৪শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন। ১ লাখ ৪২ হাজার ৯০৬ মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে; ফলে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৬২৩ মৃত্যুর রেকর্ড করেছে। মোট মৃত্যু ৪২ হাজার ৯৫৩; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

এইদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী।

Newmoon Rayeen Rahman Orvil:
Related Post