X

বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ হতে যাচ্ছে ১৭০ জন সহকারী ডেন্টাল সার্জন

প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে আগস্ট, ২০২০, সোমবার

সম্প্রতি ৪২তম বিশেষ বিসিএস(স্বাস্থ্য) এর মাধ্যমে ২০০০ সহকারী সার্জন নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। তবে সহকারী ডেন্টাল সার্জনদের পদ নিয়ে তৈরি হয় সংশয়। অবশেষে, ৪২ তম বিশেষ বিসিএস এ সহকারী ডেন্টাল সার্জনদের নিয়োগ হচ্ছে কিনা তা নিয়ে আজ ২৪শে আগস্ট, ২০২০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখা হতে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে বিশেষ বিসিএস এর মাধ্যমে ২০০০ সহকারী সার্জন নিয়োগের একটি প্রস্তাব গত ২-৭-২০২০ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে ১২-০৮-২০২০ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ৪২তম বিশেষ বিসিএস(স্বাস্থ্য) তে ২০০০ সহকারী সার্জন নিয়োগ করা হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সহকারী ডেন্টাল সার্জনের শূন্য থাকা ১৭০টি পদের বিপরীতে ১৭০ জন সহকারী ডেন্টাল সার্জনও নিয়োগ দেয়া হবে। পরিশেষে, এ বিষয়ে সকল প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

হৃদিতা রোশনী:
Related Post