X

“বিশেষজ্ঞ হেলথলাইন” সেবা চালু করছে বিএসএমএমইউ

৫ই এপ্রিল, ২০২০: কোভিড ১৯ মহামারীর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে চিকিৎসাসেবা নিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের অসুস্থ মানুষজনের কাছে চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথলাইন” চালু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়।

যদিও এই সেবা প্রচলিত চিকিৎসা সেবার বিকল্প নয়, তথাপি বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা টেলিমেডিসিনের মাধ্যমে অন্তবর্তীকালীন চিকিৎসাসেবা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেছে। SYENSISIT এর কারিগরী সহায়তায় এবং ICT Division এর Access to Information (a2i) এর সহযোগিতায় প্রয়োজনীয় প্রযুক্তিগত সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

৩৩৩, ১৬২৬৩ অথবা ০৯৬১১৬৭৭৭৭৭ এ ডায়ালের মাধ্যমে “বিশেষজ্ঞ হেলথলাইন” থেকে প্রয়োজনীয় পরামর্শ বা সেবা গ্রহণ করা যাবে। এছাড়া corona.gov.bd তে ক্লিক করেও এই সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অদূর ভবিষ্যতে বাংলাদেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের সম্পৃক্ততার মাধ্যমে এই সেবা আরো সম্প্রসারিত করা হবে বলে মত পোষণ করেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথলাইন”এর উদ্বোধনী অনুষ্ঠান আজ দুপুর ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ৫ তলায় অবস্থিত ডিজিটাল লাইব্রেরীতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হবে।

তথ্যসূত্র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

নাহিদা হিরা / নিজস্ব প্রতিবেদক

Platform:
Related Post