X

বিশিষ্ট এনাসথেটিষ্ট, ডা. কমল কর্মকার চলে চলে গেলেন না ফেরার দেশে

 বিশিষ্ট এনাসথেটিষ্ট, শের-ই- বাংলা মেডিকেল কলেজ, বরিশাল- এর ১১ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ডা. কমল কর্মকার আর নেই।
তিনি আজ কলকাতায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. কমল কর্মকার এর শেবাচিমের একসময়কার সহপাঠী, ডা. মাক্সুমুল হকের কাছে জানা যায়, তারা হঠাৎ করেই তার অসুস্থতার কথা জানতে পারেন।  কেমোথেরাপি দেয়ার পর শারীরিক উন্নতিও হয় কিছুটা। এছাড়া বোন ম্যারো ট্রান্সপ্লাণ্ট করার কথাও ছিল।

গতকাল হঠাৎ করেই অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে ICU তে নেয়া হয়।

ডা. কমলের মৃত্যু সংবাদ পেয়ে তার বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে।

সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার পরিবার পরিজনদের কে  এই শোক বইবার ক্ষমতা দিক।

স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্যারের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তথ্য ও ছবি ঃ ডা. মাকসুমুল হক

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (1)

Related Post