X

বাংলাদেশ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসদের নব নির্ধারিত ইন্টার্ন ভাতা ১৫,০০০ টাকা

তথ্য ঃ প্ল্যাটফর্ম  প্রতিনিধি- ডাঃ নাহিদ হাসান রিফাত, বাংলাদেশ মেডিকেল কলেজ

বাংলাদেশ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসদের নব নির্ধারিত ইন্টার্ন ভাতা ১৫,০০০ টাকা এবং সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার ঘোষণা। 

গত ২৮/৭/১৬ তারিখে সরকারী প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেখানে সরকারী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা করা হয়।

এমতাবস্থায়, বাংলাদেশ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ তাদের ভাতা বৃদ্ধি করার জন্য কলেজ ডিরেক্টর, প্রিন্সিপাল,বিএমএসআরাই এর অনারারী সেক্রেটারির কাছে যান এবং তাদের ভাতা ১৫,০০০ টাকা করার জন্য দাবী জানান। ওনারা সময় চাইলে তাদের বরাবর একটি সকল ইন্টার্ন চিকিৎসক এর স্বাক্ষর যুক্ত একটি চিঠি দেয়া হয় এবং বলা হয় আগামী ১৩/৮/১৬ তারিখ দুপুর ১২ টার মধ্যে দাবী না মানা হলে সবাই একযোগে অর্নিদৃষ্ট কালের জন্য কর্মববিরতিতে যাওয়া হবে।

কিন্তু,গতকাল ১৩ তারিখ দুপুর ১২ টা মাঝেও কিছু জানানো না হওয়ায় তারা সকলে কর্ম বিরতিতে যান। হাসপাতালের সকল ভর্তিকৃত রোগীদের যেন কোন অসুবিধা না হয় তার জন্য ‘ইমার্জেন্সি স্কোয়াড’নামে একটি দল গঠন করা হয়।যারা সর্বদা পেশেন্টের ইর্মাজেন্সি মেনেজমেন্ট দেয়ার জন্য তৈরি ছিলেন।
অন্য দিকে সবাই কর্মরবিরতিতে যাওয়ার কারনে কর্তৃপক্ষ কয়েকটি ডিপার্টমেন্টে রোগী ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হয়।

আজ ১৪/৮/১৬ তারিখ সকাল ৯.৩০ মিনিটে গভর্নিং বডির একটি মিটিং শেষে ইন্টার্ন কো-অরডিনেটর প্রফেসর জিয়াউল হক স্যার বলেন,ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা ১৫,০০০ টাকা করতে কর্তৃপক্ষ রাজি হয়েছেন এবং আগামী মাস থেকে তা কার্যকর করা হবে।

ঘোষনা দেওয়ার পর প্রফেসর জিয়াউল হক   সকল চিকিৎসকদের নিজ নিজ কাজে ফিরত যেতে আদেশ দেন।

এ ঘোষনা পেয়ে সকল চিকিৎসক সাথে সাথেই কাজে যোগ দেন।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (5)

Related Post