X

বাংলাদেশে ১ম কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ৯ জুন, ২০২০

বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক ৩ টি আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গত ৭ জুন, ২০২০ রোজ রবিবার ‘বাংলাদেশে মৃত্যু ব্যতিরেকে বাস্তব জীবনে কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা ও কোহোর্ট স্টাডি’, ‘বাংলাদেশের মেডিকেল কলেজে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা’, ‘কোভিড-১৯ মহামারীতে থেরাপিউটিক এন্ডোস্কোপি বিষয়ক পর্যবেক্ষণীয় স্টাডি’ বিষয়ক তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন,

“এটি এই কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেলসহ স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জাতিকে সেবা দেওয়ার সাক্ষ্যস্বরূপ। আমার বন্ধু লেঃ কর্নেল ডা. ফাইজুল হক, পালমনোলোজিস্ট, সিএমএইচ, ঢাকা এবং আমার ছাত্র ডা. আবেদুর রহমান জিমি, আবাসিক চিকিৎসক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ এগুলো প্রকাশে সহায়ক ভূমিকা পালন করেছেন। আমরা মেজর জেনারেল ডা. ফশিউর রহমান, ডিরেক্টর জেনারেল, ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিস, বাংলাদেশ আর্মি মেডিকেল কর্পস, মেজর জেনারেল ডা. আজিজুল ইসলাম, কনসালট্যান্ট, জেনারেল মেডিসিন, বাংলাদেশ আর্মি মেডিকেল কর্পস এবং ডা. ফজলে আকবর, এহিমে বিশ্ববিদ্যালয় , জাপান এর কাছে কৃতজ্ঞ। তাঁদের শর্তহীন সমর্থন, বিশ্বাস এবং দিকনির্দেশনা ছাড়া এগুলো কখনই সম্ভব ছিল না।”

Fahmida Hoque Miti:
Related Post