X

বাংলাদেশে করোনা আক্রান্তের প্রথম ময়নাতদন্ত এবং গবেষণা প্রবন্ধ প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুলাই ২০২০, শনিবার
বিগত ১৩ মে ২০২০ বাংলাদেশে প্রথমবারের মত করোনা পজেটিভ রোগীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আর এ বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয় জেড এইচ শিকদার উমেন্স মেডিকেল কলেজ জার্নালের জুলাই ২০২০ সংখ্যায়।

করোনা রোগীর ময়নাতদন্ত ‘বায়ো-হ্যাজার্ড’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরকম ময়নাতদন্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে নিরুৎসাহিত করেছে। বিশ্বের অল্প কয়টি দেশ এ রকম রোগীর ময়নাতদন্ত করেছে বলে জানা যায়। চীন,আমেরিকার সাথে বাংলাদেশের নামও এখন এই তালিকায় যুক্ত হল; কারণ বাংলাদেশে করোনা পজেটিভ রোগীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বিগত ১৩ মে ২০২০ তারিখে ফরেনসিক মেডিসিন প্রধান ডা. শামছুল ইসলাম এবং প্রভাষক ডা. মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে এবং মাসুক মিয়ার সহায়তায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।

প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশের কোন মর্গই (লাশ কাটা ঘর) উন্নতমানের নয় এবং বায়ো-হ্যাজ্যার্ড প্রতিরোধী উপযুক্ত ব্যবস্থা নেই। সেদিক বিবেচনায় কারাবন্দী ব্যক্তির ময়নাতদন্ত বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি।

তবে এর থেকেও বড় প্রাপ্তি হল সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের সাবেক ও বর্তমান কয়েকজন চিকিৎসক মিলে ‘কেইস নোট’ (গবেষণালব্ধ প্রবন্ধ) হিসেবে দেশের একটি খ্যাতনামা Peer reviewed জার্নালে (Z H Shikder Women’s Medical College Journal, july 2020) প্রকাশ করেছেন, যা কোভিড-১৯ সংক্রান্ত গবেষণাকে ত্বরান্বিত করবে নিশ্চিতভাবে।

উক্ত গবেষণা প্রবন্ধে অংশগ্রহণকারী চিকিৎসকেরা হলেন-

১. ডা. মো: শামছুল ইসলাম (মূল লেখক)
সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

২.ডা. মনোয়ার আহমদ তরফদার
অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, জেড এইচ সিকদার মহিলা মেডিকেল কলেজ।
প্রাক্তন – অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, জালালাবাদ রাজিব-রাবেয়া মেডিকেল কলেজ।

৩. ডা. এন এম মিনহাজ উদ্দিন
প্রভাষক,ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

৪. ডা. এ এম শরীফুল আলম

৫. ডা. সোহেল মাহমুদ
সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, ঢাকা মেডিকেল কলেজ।

৬. ডা.আবু আহমেদ আদিলুজ্জামান
অবঃ সহ. অধ্যাপক এবং অবঃ বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন এবং টক্সিলোজি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

৭. ডা.মোহাম্মদ রেদওয়ানুর রহমান
সহকারী অধ্যাপক,ফরেনসিক মেডিসিন, চট্টগ্রাম।

করোনা পজেটিভ রোগীর ময়না তদন্ত সম্পন্নকারী সকল চিকিৎসক এবং এই বিষয়টা গবেষণা প্রবন্ধ হিসেবে প্রকাশকারী সকলকে আন্তরিক অভিনন্দন। সম্ভবত পৃথিবীর ৭ম দেশ হিসেবে বাংলাদেশ করোনা আক্রান্তের ময়নাতদন্ত সম্পন্ন করেছে।

প্রবন্ধের লিংকঃ http.//zhswmcj.com
তথ্যসূত্র: ডা. ভদ্রার্জুন বিশ্বজিৎ

Platform:

View Comments (2)

Related Post