X

বাংলাদেশের দন্ত চিকিৎসক সমাজের অন্যতম মহারথি ডা. মির্জা আলী হায়দার আর নেই

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাবেক সহ-সভাপতি, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মির্জা আলি হায়দার চলে গেলেন না ফেরার দেশে। 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

 

 
তিনি ছিলেন দন্ত চিকিৎসক সমাজের  প্রিয় মুখ । ডা. মির্জা আলি হায়দার ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের ডিএমসিআর ফাউণ্ডেশনের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি ডেন্টাল  কলেজ এসোসিয়েশনের সভাপতিও ছিলেন।

দীর্ঘ সময় যাবত তিনি খুব অসুস্থ ছিলেন এবং কিছুদিন আগে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আজ (২২/০৩/২০১৭) ভোর ৫ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ প্রাঙ্গনে জানাজা

 

তাঁর মৃত্যুতে পুরো চিকিৎসক সমাজে নেমে এসেছে শোকের ছায়ায়। বাংলাদেশের দন্ত চিকিৎসক সমাজে তাঁর অবদান ছিল অন্যতম ।

আজ তাঁর প্রথম নামাযে জানাজা সকাল ১১-৪৫ মিনিটে তাঁর নিজস্ব কর্মস্থল ইউনিভার্সিটি  ডেন্টাল কলেজ প্রাঙ্গনে, ২য় নামাজে জানাজা কাকরাইল স্কাউট ভবনে এবং ৩য় নামাজে জানাযা বাদ আসর, উত্তরা ১২ নং সেক্টরস্হ বায়তুল নুর মসজিদে অনুষ্ঠিত হয়।

 

প্ল্যাটফর্মের পরিবারের পক্ষ থেকে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।

পরম করুনাময় মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (17)

  • ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন।আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।আমিন

  • ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

  • যখন পড়বেনা মোর পায়ের চিন্হ এই বাটে----

    • মানসিক বিকারগ্রস্ত মানুষের কাজ। নূন্যতম কমনসেন্স নাই।

  • এই সাইকোটা কে? শোক সংবাদে হাসছে?
    Lizon Khan?!

    • আমার প্রশ্ন আপনি নিজে কি সাইকো নাকি খালিদ ইব্রাহিম, না হলে কোন কিছু না বুঝে কেন আপনি এই টাইপের কমেন্ট করবেন? এটা আমি করিনি কারন আমার মোবাইলটা বাসায় ছিল আর পিচ্চি ভাগ্নেটা এই কাজ করেছে। দয়া করে কারো ব্যাপারে কিছু না বুঝে কমেন্ট করবেন না, একজন মানুষের মৃত্যুতে আরেকজন মানুষ কখনই হাসতে পারে না। আপনার কমেন্টা ডিলিট করুন প্লিজ।

  • ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Related Post