X

বাংলাদেশকে প্রায় ৭ কোটি টিকা দেবে গ্যাভি-কোভেক্স

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

গ্যাভি(গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশ)-কোভেক্স ফ্যাসিলিটি করোনাভাইরাসের ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা প্রদান করবে বাংলাদেশকে।  সম্প্রতি, স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্যবিষয়ক অন্যান্য হালনাগাদ তথ্য অবহিতকরণ’ সভায় এ তথ্য জানানো হয়।

প্রতিটি টিকার মূল্য ১ দশমিক ৬ ডলার থেকে ২ ডলার নির্ধারণ করা হয়েছে। আগামী ফেব্রুয়ারী থেকে জুনের মধ্যে টিকা সরবারহ শুরু হবে বলে জানানো হয়।
প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়া যাবে।

জানা যায় যে বাংলাদেশ গ্যাভির কাছে টিকা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং পরবর্তীতে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠির মাধ্যমে বাংলাদেশ তাদের টিকা পাওয়ার যোগ্য বিষয়টি নিশ্চিত করে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

Nahid Niaz:
Related Post