X

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং ফিস্টুলা সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন

আজ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  (বিএসএমএমইউ) ‘সেফার সার্জারি ফর প্রিভেনশন অফ ফিমেল জেনিটাল ফিস্টুলা’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়।এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. কনক কান্তি বড়ুয়া।
উক্ত সেমিনারে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) ফিস্টুলা সেন্টারের ওয়েবসাইট (www.ufcbsmmu.org) এর উদ্বোধন করেন।
সেমিনারে যুক্তরাষ্ট্রের হাভার্ড ইউনিভার্সিটি থেকে প্রজক্টেরের মাধ্যমে “Surgical and Anesthesia care with the context of global health” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার  (WHO) Emergency and Essential surgical care প্রোগ্রামের কনসালটেন্ট কী বি পার্ক। এ ছাড়া
Global surgery obstetrics and essential বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অফ আলবার্টার রেসিডেন্ট লিনা রোয়া।
এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউয়ের অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী, আন্তর্জাতিক সংস্থা এনজেন্ডার হেলথের ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের ডা. এস কে নাজমুল হুদা। ইউনিভার্সিটির ফিস্টুলা সেন্টারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সহযোগী অধ্যাপক ডা. শারমীন মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর ড. জোসেফ মনিহিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। স্বাগত বক্তব্য রাখেন অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির ফিস্টুলা সেন্টারের প্রজেক্ট অ্যাডভাইজার অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী।
উল্লেখ্য, দেশে এখনো প্রায় সাড়ে ১৯ হাজার নারী ফিস্টুলায় ভুগছেন। জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ফিস্টুলা নির্মূলের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ এ লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।
অনুলিখনঃ
নাহিদা হিরা
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ (১৪-১৫)
ফয়সাল আবদুল্লাহ:
Related Post