X

ফরিদপুর মেডিকেলের শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ: “Green Birthday” উদযাপন

২৭ জানুয়ারি ২০২০: বৃক্ষরোপণ তথা সবুজায়ন বিপ্লব বা অভিযানকে তরান্বিত করতে অনন্য সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

এই উদ্যোগের অংশ হিসেবে জন্মদিনে একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে, যে প্রক্রিয়ায় ধীরে ধীরে সবুজের সমারোহে সতেজ হয়ে উঠবে পুরো দেশ।

২৭তম ব্যাচের ইকরামুল ইফাতের জন্মদিনে একটি পাতাবাহার গাছের চারা উপহার দিয়ে এই অনন্য উদ্যোগের শুভ সূচনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রভাষক ডা. সামিউল আলম এবং ইকরামুল ইফাতের সহপাঠীবৃন্দ।

সকলের আশাবাদ, এই উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথা গোটা বাংলাদেশে।

উল্লেখ্য, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সর্বপ্রথম “Green Birthday” উদযাপনের লক্ষ্যে “Green Fighting Movement” শুরু করেন।

তথ্যসূত্র : রাশেদুজ্জামান জয়
নিজস্ব প্রতিবেদক/মোঃ আহসান হাবীব ইরফান

Platform:
Related Post