X

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম নিউজ, ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার  

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর সাধারণ চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের কথা বলার জায়গা হিসেবে গড়ে ওঠে ফেসবুক গ্রুপ প্ল্যাটফর্ম। যা পরবর্তীতে বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপে পরিণত হয়। পরবর্তীতে প্ল্যাটফর্ম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। প্ল্যাটফর্ম সংগঠন পরিচালনার জন্য রয়েছে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের বাইরে রয়েছে ৮ টি সক্রিয় জোন, রয়েছে ১০ টি সক্রিয় উইংস, ৩ টি ডিভিশন এবং বিভিন্ন মেডিকেল কলেজে সক্রিয় ইউনিট। প্রতি বছরের মতো এবারেও সম্পন্ন হলো প্ল্যাটফর্ম এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। করোনার এই বৈরী পরিস্থিতির জন্য প্রতিবারের চেয়ে এবারের সভা অনুষ্ঠিত হয়েছে একটু অন্যভাবে।

করোনার সংক্রমণ রোধে এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় জুম ক্লাউড মিটিংস অ্যাপে। ৫ সেপ্টেম্বর ২০২০ (শনিবার), রাত ৮ টায় প্ল্যাটফর্মের জোন, ইউনিট, ডিভিশন, উইংস এর দ্বায়িত্বপ্রাপ্ত সদস্য, সাধারণ সদস্য ও অনলাইন এক্টিভিস্টদের উপস্থিতিতে মিটিং কার্যক্রম পরিচালিত হয়। মিটিং সঞ্চালনায় ছিলেন প্ল্যাটফর্ম এক্টিভিস্ট মুমতাহীনা নওশীন। এবারের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম তিনটি ধাপে সম্পন্ন হয়। শুরুতেই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. তানজিমুল ইসলাম। প্ল্যাটফর্মের সফলতা কামনা করে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. জাহিদুল ইসলাম। তারপরই বক্তব্য রাখেন প্ল্যাটফর্ম গভর্নিং কাউন্সিলের সদস্য ডা. মারুফুর রহমান অপু। তিনি প্ল্যাটফর্মে একসাথে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।সেইসাথে প্ল্যাটফর্ম গড়ে ওঠার উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবগত হওয়ার আহ্বান জানান।

প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সভাপতি ডা. শুভ দেবনাথ নিলয় বিশদভাবে প্ল্যাটফর্মের বিগত এক বছরের কার্যক্রম বর্ণনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে তুলে ধরেন। উল্লেখ্য, মে ২০১৯ – মে ২০২০ প্ল্যাটফর্মের এক্টিভিস্ট সংখ্যা বেড়েছে চার গুনের বেশি। বর্তমানে এক্টিভিস্ট সংখ্যা ১২০০ জন। ৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে প্ল্যাটফর্ম গ্রুপ ও পেইজে মেম্বার সংখ্যা যথাক্রমে ১ লাখ ১১ হাজার ও ১ লাখ ২৮ হাজার ৯৫৬ জন। করোনাকালীন চিকিৎসকদের বিভিন্ন দিক থেকে সহায়তা করা, তাদের দুশ্চিন্তা লাঘবে কাজ করা, করোনাক্রান্ত চিকিৎসক ও তাঁদের পরিবারের জন্য বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের ব্যবস্থা করা, সর্বোপরি করোনা মোকাবেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়। পিপিই ব্যাংক, প্ল্যাটফর্ম লজিস্টিক ব্যাংক ফর কোভিড-১৯ পেশেন্টস, করোনা কন্ট্রোল রুমে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা, টেলিমেডিসিন সেবা ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ, প্ল্যাটফর্ম সাপোর্ট টিম ফর আইসোলেটেড এন্ড কোয়ারেন্টাইন্ড ফিজিশিয়ান্স, ‘আমারই আমাদের ডাক্তারদের পাশে’ প্রজেক্ট, ‘প্ল্যাটফর্ম প্লাজমা পুল’ ইত্যাদি নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করে চলেছে প্ল্যাটফর্ম। মূল পর্বে সাধারণ পরিষদ কর্তৃক সরাসরি ভোটে ‘২০২০-২১’ সেশনের প্রস্তাবিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অনুমোদন ও জোনাল পরিষদগুলো অনুমোদন পায়। নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্ল্যাটফর্ম গভর্নিং কাউন্সিলের সদস্য ডা. শেখ আহমেদুল হক। কেন্দ্রীয় পরিষদের বিদায়ী সভাপতি ডা. শুভ দেবনাথ নিলয়ের পরিচালনায় সাধারণ পরিষদ সভায় সদস্যদের সরাসরি ভোটে প্রস্তাবিত জোনাল কমিটিগুলোর (রাজশাহী, কুমিল্লা, গাজীপুর, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ) অনুমোদন দেয়া হয়। এবছরের সেরা এক্টিভিস্ট, সেরা ইউনিট এবং সেরা জোনের ঘোষণা করা হয়। বিভিন্ন ডিভিশনের পূর্ণাঙ্গ কমিটি এবং আগের ১০ টি উইংসের সাথে নতুন আরও ২ টি উইংস (হিউম্যান রিসোর্স ও ফ্রেমস) যুক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষ অংশের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম সদস্যরা এতে অংশ নেন। এরপর প্ল্যাটফর্ম আয়োজিত চিকিৎসা সম্পর্কিত অনুষ্ঠান নিয়ে বিশেষ প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখানো হয়। সবশেষে, অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সমাপনী টানা হয়।

Silvia Mim:
Related Post