X

প্রস্তুতি ছাড়াই করোনা হাসপাতাল ঘোষণা

প্ল্যাটফর্ম নিউজ:

১৪ এপ্রিল, ২০২০

নরসিংদী সদর হাসপাতালকে কোন রকম প্রস্তুতি ছাড়াই করোনা হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
বর্তমানে সিভিল সার্জন অফিস এর একজন ডাক্তার সহ ১৬ জন কোভিড ১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন হাসপাতালটিতে।

১০০ বেডের এই হাসপাতালটির ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, হাসপাতালে পিপিই সরবরাহ অপ্রতুল। নিজ উদ্যোগে যা কিছু কিনে ব্যবহার করছেন তা মানসম্মত নয়।
এছাড়া গত কদিন আগেই হাসপাতালটির একজন কর্মচারী কোভিড ১৯ পজিটিভ আসায় সংস্পর্শে আসা সকলের কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সরকারী নির্দেশ অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

হাসপাতালটির কোন কর্মকর্তা কর্মচারী কোভিড ১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত প্রশিক্ষণ পায়নি। প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ যেমন অক্সিজেন সরবরাহ অপ্রতুল। এ অবস্থায় রোগীর সংখ্যা বেড়ে গেলে কীভাবে অক্সিজেন দেয়া হবে তা নিয়ে ডাক্তার, নার্সরা উৎকন্ঠায় আছেন। এছাড়াও হাসপাতালটিতে নেই কোন ভেন্টিলেটর অথবা অক্সিজেন স্যাচুরেশন দেখার ব্যবস্থা। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসা প্রায় অসম্ভব এখানে।

অন্যান্য করোনা হাসপাতালগুলোয় সাত দিন কর্মদিবসের পর চৌদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হলেও নরসিংদী সদর হাসপাতালের ডাক্তারদের কোন নির্দিষ্ট কর্মদিবসের রোষ্টার নেই। এছাড়াও জানা যায়, কর্মরত স্বাস্থ্যকর্মীদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিয়েও নিশ্চিত করা হয় নি।
এক্ষেত্রে কেউ কোভিড ১৯ আক্রান্ত হলে পরিবারের সদস্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

যেহেতু করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়ে গেছে, খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

Publisher:
Related Post