X

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে নিয়োগ প্রাপ্ত হলেন ডা. এ বি এম আব্দুল্লাহ

২৫ ডিসেম্বর ২০১৯

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে সচিব পদমর্যাদায় আনুসঙ্গিক সুবিধাসহ নিয়োগপ্রাপ্ত হলেন প্রখ্যাত বরেণ্য চিকিৎসক, ইউজিসি অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডীন ডা. এ বি এম আব্দুল্লাহ।

২৪ ডিসেম্বর ২০১৯ (৯ পৌষ ১৪২৬) তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। চিকিৎসক হিসেবে তাঁকে এ বিরল সম্মাননা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” এ স্ট্যাটাস প্রকাশ করে তিনি বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে (সচিব পদমর্যাদায়) নিয়োগ প্রদান করায় ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

স্টাফ রিপোর্টার/হৃদিতা রোশনী

Platform:
Related Post