X

পালিত হল মেডিসিন ক্লাব, ফমেক ইউনিটের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সংকটাপন্ন সময়ে রোগীর রক্ত সম্পর্কিত যেকোন সাহায্যে সর্বদা একটি উল্লেখযোগ্য নাম মেডিসিন ক্লাব, ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট। ১৯৯৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ ২১ বছর ধরে এই সংগঠন মানবতার সেবায় সদা নিয়জিত। ব্লাড গ্রূপ, ব্লাড ডোনেশোন, ভ্যাক্সিনেশন, শীতবস্ত্র বিতরণ, বন্যার্থদের মাঝে ত্রান বিতরণ, ফ্রি হেল্থ ক্যাম্পিং সহ বিভিন্ন সেবামূলক প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে এই সংগঠন সেবা দিয়ে আসছে।

১৯৯৮ সালের ৪ই নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের সূচনা হয়। আজ এই সংগঠনের সেবাদানের ২১ বছর পূর্তি হল। বর্ষপূর্তি উপলক্ষে ক্লাব রুমে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খবিরুল ইসলাম স্যার, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রতন কুমার সাহা স্যার, অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অনাদি রঞ্জন মন্ডল স্যার এবং পেডিয়াট্রিক্স সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এ সি পাল স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ডাঃ ইউসুফ ভুঁইয়া, ডাঃ তূণীর চৌধুরী, মেহেদী হাসান রুবেল, আকিদুল ইসলাম সহ আরও অনেকে।

দুপুর দেড়টায় ক্লাবরুমে অধ্যক্ষ মহোদয় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সম্মানিত অতিথিবৃন্দ ক্লাবের উদ্দেশ্যে শূভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় তারা ক্লাবের সদস্যদের কাজের ভূয়সী প্রশংসা করেন। এরপর একাডেমিক প্রাঙ্গনে একটি প্রীতি র‍্যালির আয়োজন করা হয়।

দীর্ঘ দুই দশক ধরে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের বিপদকালীন সময়ে মেডিসিন ক্লাব, ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট সবসময় নিস্বার্থভাবে পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও তাদের এই সেবার মনোভব অক্ষুণ্ণ থাকবে।

ফয়সাল আবদুল্লাহ:
Related Post