X

পরিবর্তনের ধারায় পথ দেখিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

সম্প্রতি স্বাস্থ্যবিভাগের জারিকৃত এক নোটিশের পরিপ্রেক্ষিতে উপজেলা হেলথ কমপ্লেক্সের প্রধানগণ (UHFPO – Upazilla Health and Family Planning Officer) উদ্বুদ্ধ হয়ে ৩৬ তম বিসিএসে সহকারী সার্জন পদে সদ্য নিযুক্ত মেডিকেল অফিসারদের বরণ করে প্রশংসিত হয়েছেন। বিগত অনেক বছর ধরেই নবনিযুক্ত এসকল সরকারি কর্মকর্তাগণ অনেকটা নিরবে তাঁদের কর্মস্থলে যোগ দিতেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি স্থানীয় প্রশাসন তাঁদের ব্যাপারে সম্যক অবগত হতে পারতেন না। এক্ষেত্রে সদ্য যোগ দেয়া কর্মকর্তা ও অন্যান্য দের মাঝে এক ধরনের দূরত্ব রয়ে যেতো এবং বিভিন্ন সময়ে নানা রকম বিড়ম্বনা পোহাতে হতো।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি হয় যেন নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা দের বরণ করে নেয়া হয় এবং বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। আন্তঃবিভাগীয় সমন্বয় ও সেবার উন্নয়নের স্বার্থে এই নোটিশের প্রতি ইউএইচএফপিও গণ সাড়া দেন।

গত ৯ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে বাগেরহাট জেলার শরণখোলা ইউনিয়নে ইউএইচএফপিও ডা. অসীম কুমার পোদ্দার স্যারের আয়োজনে ৩৬তম বিসিএস এ নবনিযুক্ত ৩ জন চিকিৎসক কর্মকর্তা কে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। স্থানীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক তাদের সাথে পরিচিত হন এবং পরে ইউএনও মহোদয় চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
অন্যদিকে দিনাজপুরের বীরগঞ্জে ইউএইচএফপিও ডাঃ জাহাঙ্গীর কবীর ৩৬ তম বিসিএস এ সদ্যনিয়োগপ্রাপ্ত ডাঃ সমরেস কে ফুল দিয়ে বরণ করে নেন।

এতে নতুন কর্মকর্তাবৃন্দ বেশ অনুপ্রাণিত হন এবং নতুন উদ্যমের সাথে স্বাস্থ্য বিভাগে নানান প্রতিকূলতার মাঝে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীনবরণ ও পরিচিতি পর্ব শেয়ার করেন।

সম্প্রতি এ দুটি খবর প্ল্যাটফর্ম এর কাছে এসেছে। পরবর্তীতে আরো নবীন স্বাস্থ্য কর্মকর্তা বরণ করে নেয়ার খবর এলে তা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ
ডা. মুরাদ মোল্লা
নিউজ ডেস্ক,
সিনিয়র মডারেটর, প্ল্যাটফর্ম

ওয়েব টিম:
Related Post