X

পপুলার মেডিকেল কলেজে বিশ্ব আ্যন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২১ পালন

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার 

বিশ্ব আ্যন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে ২৭ নভেম্বর, ২০২১ তারিখে ঢাকা দক্ষিণ জোনের অন্তর্ভুক্ত প্ল্যাটফর্ম পপুলার মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সেমিনার এবং ক্যাম্পাসে সচেতনতামূলক পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। এ সকল আয়োজনে ভলেন্টিয়ার হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন এবং তাহসিন লাবিবা তানহা।

সেমিনারে স্লাইড শো প্রেজেন্টেশন দেন ডা. মোশতাক আহমেদ স্যার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী জুলফিকার মামুন স্যার, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ডা. নিলুফা বেগম ম্যাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, ডা. মাহবুবুল হক স্যার, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগ, ডা. খন্দকার আবু রায়হান স্যার, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান এনাটমি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। এছাড়াও শিক্ষার্থীদের আ্যন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আরো সতর্ক হতে আহবান জানান ডা. শাহীন লিপিকা কাইয়ুম ম্যাম, অধ্যাপক , ফার্মাকোলজি বিভাগ, ডা. মাহবুবুল আলম স্যার, সহযোগী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগ, ডা. হাসিনা ইকবাল ম্যাম, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ডা. নাবিলা মাহবুব ম্যাম, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন ডা. অভিষেক ভদ্র স্যার, প্রভাষক, ফার্মাকোলজি বিভাগ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানায় সাইফুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং প্যাথলজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়াও ক্যাম্পাসে সচেতনতা মূলক পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।

Silvia Mim:
Related Post