X

নেত্রকোনা মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন(NMDSA) এর যাত্রা শুরু

দেশের অন্যান্য জেলাগুলোর সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করল নেত্রকোনা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন। গত ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার বেলা ১১ টায় জেলার পৌরসভা অফিসের পাশে অবস্থিত ষড়ঋৃতু রেস্টুরেন্টে হয়ে গেল এই এসোসিয়েশনের মেম্বারদের প্রথম মিলনমেলা।

প্রাথমিকভাবে এই সংগঠনের উদ্দেশ্য ছিল, দেশের নানা প্রান্তে,বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত নেত্রকোনা জেলার ছাত্রছাত্রীদের এক কাতারে নিয়ে আসা। বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করাও ছিল এই সংগঠনের একটি অন্যতম লক্ষ্য। পরবর্তীতে জেলার স্বাস্থ্যখাতে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন দূর্যোগকালীন সময়ে চিকিৎসাসেবা নিয়ে জেলার জনগনের পাশে দাড়ানোর প্রত্যয় রাখে শিক্ষার্থীরা। অর্ধশতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহনে অনুষ্ঠিত এই মিলনমেলায়, শিক্ষার্থীদের বক্তব্যে,এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলার অভিব্যক্তি ফুটে ওঠে। এছাড়াও সামনের দিনগুলোতে আরো মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহনে,বড় পরিসরে প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রত্যাশা রাখে এই সংগঠনের সদস্যরা।
এই ধরনের সংগঠন জেলার স্বাস্থ্যখাতে অবদান রাখার পাশাপাশি নেত্রকোনা জেলার মেডিকেল শিক্ষার্থীদের একটি প্রানকেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা যায়।

drferdous:
Related Post