X

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে সাভারের গণস্বাস্থ্য মেডিকেলে ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার,  ৩০ নভেম্বর, ২০২০

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ৩০ নভেম্বর, ২০২০ পালিত হচ্ছে “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টানানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টানানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে “গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে হাসপাতালে”। আজ (৩০ নভেম্বর) “প্ল্যাটফর্ম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট” এর সদস্যবৃন্দ কলেজ কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ব্যানার টানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কমিউনিটি ডিপার্টমেন্ট বিভাগের ডা. সাইফুর আলম স্যার, ফরেনসিক ডিপার্টমেন্ট প্রধান ডা.বিশ্বজিৎ কুমার দাস, ডা. কায়কোবাদ হোসেন রাসেল, ডা. টুটুল মোস্তফা স্যার, ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিকস ডিপার্টমেন্ট প্রধান ডা. ফরিদা ইয়াসমিন মৌসুমি। এছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর ২৩ তম ব্যাচ, ইন্টার্ন ডাক্তার এবং ২২ তম ব্যাচের তানজিলা রিমি।

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

Rafayet Hossain Sourov:
Related Post