X

দেশ ব্যাপী মানব বন্ধনঃ আমলাতন্ত্র নিপাত যাক, দাবিঃ কৃত্য পেশা ভিত্তিক প্রশাসন (পর্ব২)

মর্যাদা রক্ষার দাবীতে বরিশালে বিশাল মানববন্ধন হয়েছে। টাউন হলের সামনে থেকে বিবিরপুকুর পাড় পর্যন্ত। সর্বস্তরের চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষকদের পাশাপাশি আমাদের বিএমএর নের্তৃবৃন্দ, শেবাচিমের পরিচালক সহ অনেক সিনিয়র প্রফেসর স্যাররাও উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগীয় প্রকৃচি- বিসিএস সমন্বয় কমিটির সভাপতি শ্রদ্ধেয় ডা: ইসতিয়াক স্যারের বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি হয়।

সিরাজগঞ্জ : অামলাতন্ত্রের কূটকৌশলের বিরুদ্ধে মানববন্ধন (২৮/১০/২০১৫)
ছবি এবং তথ্য ঃ রাজ কামাল আহমেদ
লাখাই উপজেলা, হবিগঞ্জ
ছবি ও তথ্য ঃ মইন সাকো
কুলিয়াচড় উপজেলা, কিশোরগঞ্জ
ছবি ঃ মোঃ মনিরুজ্জামান কানন
ফেনী
তথ্য ঃ এমদাদ উল্লাহ জনি
কক্সবাজার
ছবি ঃআতিকুর রহমান
মানববন্ধন ,সাপাহার ,নওগাঁ
ছবি ঃ আরাফাত মিল্লাহ
জাতীয় প্রেস ক্লাব
ছবি ঃ শাকিল খান
কিশোরগঞ্জ এ বানবন্ধন।
খন্ডচিত্র ০২
আমলাতন্ত্র নিপাত যাক,
পেশাজীবী মুক্তিপাক।
ছবি ঃ মীর শওকত নেওয়াজ নীরব
ঠাকুরগাঁও
ছবি ঃ রাজিউর রহমান রাজু
মানব বন্ধন শাহরাস্তি, চাঁদপুর
ছবি ঃ সোফায়েল হোসেন
লৌহগঞ্জ উপজেলা
ছবি ঃসাবিহা আফরোজ
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী চাদঁপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৬টি দপ্তরের সকল অফিসারদের অংশগ্রহনে সফল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অফিসারদের বক্তব্যের মাধ্যমে আমাদের ন্যায্য দাবিগুলো সর্বস্তরের জনগণ এবং সাংবাদিকদের অবহিত করা হয়। সবশেষে
চিঠি ঠেলা যার কাজ,
প্রশাসক হলে সর্বনাশ।।
ছবি ঃদিলরুবা খানম
Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post