X

দেশে করোনায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার 

গতকাল ২৫ নভেম্বর বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৬,৪৮৭ জন এবং এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১১৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ০৪ লাখ ৫৪  হাজার ১৪৬ জন।

গতকাল ২৫ নভেম্বর, বুধবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ ২০২০। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তদের তথ্য অনুযায়ী গত সপ্তাহ থেকে করোনা ভাইরাসের  সংক্রমণের হার ও সংখ্যা বাড়তে শুরু করেছে।

তথ্যসূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর

Gazi Abdullah Al Mamun:
Related Post