X

দেশের ১১তম পিসিআর ল্যাব হচ্ছে কুষ্টিয়ায়

১১ এপ্রিল ২০২০: কুষ্টিয়া ও এর আসে পাশের ৫ টি জেলার মানুষের কোভিড-১৯ টেস্ট নিশ্চিতের লক্ষ্যে পিসিআর ল্যাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সময় মত চালু করা গেলে এটি হবে দেশের ১১ তম পিসিআর ল্যাব। হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, “ল্যাবের কাজ শেষে আইইডিসিআর থেকে আনা সরঞ্জামগুলো বসিয়ে এবং ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ সম্পন্ন করে আগামী সোমবার হতে কুষ্টিয়াতে করোনা টেস্ট সম্ভব হতে পারে।”

বিভিন্ন সূত্রে জানা যায় এ হাসপাতালে এ মেশিন চালানোর জন্য মাত্র একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। তাকে ঢাকা আইইডিসিআর থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। তবে জেলার চিকিৎসকরা নিজেদের ভেতর থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আরো টেকনিশিয়ান বানানোর প্রক্রিয়ায় রয়েছেন। এছাড়াও ল্যাবটি প্রতিষ্ঠা সম্পন্ন হলে তার তত্ত্বাবধানে থাকবে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

নিজস্ব প্রতিবেদক/
মোঃ নাফিউল ইসলাম টিপু

Platform:
Related Post