X

দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

২২ মার্চ ২০২০: দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে গতকাল শনিবার (২১ মার্চ) থেকে পরবর্তী কোন নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সকল হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমীনুল হাসান (হাসপাতাল ও ক্লিনিক) মিডিয়াকে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ নির্দেশনা চিঠি মারফত দেশের সব সরকারি হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউট, জেলা সদর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ নির্দেশনার ব্যপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা তো বলছি যেন জনসমাগম না হয়, একজনের থেকে আরেকজনের নির্দিষ্ট দুরত্ব যেন বজায় থাকে। তাছাড়া এখন আমরা যেহুতু ভালনারেবল অবস্থায় আছি, তাই হাসপাতালে একাধিক লোকের সমাগম হলে রোগী এবং দর্শনার্থী সবারই সংক্রমণের ঝুঁকি থাকে। তবে অতি প্রয়োজনে একজন রোগীর সাথে একজন এটেনডেন্ট থাকার অনুমতি দেয়া যেতে পারে।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

Platform:
Related Post