X

তথ্য সন্ত্রাসঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ

আজকে সারাদিনই আমাদের শিশু বিভাগ আর মেডিক্যাল Top newsএ আছে। উচিত ছিল, এটা নিয়ে একটা বিস্তারিত Status দেয়া। তাইলে আমার শুভাকাঙ্খিরা অহেতুক ফোন করা থেকে বেঁচে যেতেন। কিন্তু কর্তৃপক্ষের বারণ। তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাই কিছু না বলে কিছু পরিসংখ্যান দিলাম। যারা বুঝেন, তারা বুঝে নিয়েন…।।
শিশু বিভাগের ২ টা ওয়ার্ডে মোট বরাদ্ধ bed সংখ্যা ৮৬ টি
আজকে সকালে মোট রোগী ভর্তি ছিল ২৬০ জন
এর মধ্যে বিভিন্ন মারাত্মক রোগে মারা গেছে ০৯ জন
(আর একটা রোগী শিশু সার্জারি ওয়ার্ডের, আমাদের না)
মারা যাওয়া রোগীদের causes of death নিম্নরূপঃ
Perinatal asphyxia HIE stage III -04
Neonatal sepsis – 01
CP with pneumonia with AWD – 01
Pneumonia with VSD with Heart failure 01
Septicemia – 01
SAM with Downs Syndrome with VSD – 01
একটা ছোট প্রশ্ন, তদন্তে যদি প্রমানিত হয়, এই মৃত্যুর হার এবং কারন কোনটাই অস্বাভাবিক নয় আর এটা একজন সাংঘাতিকের পরিকল্পিত তথ্য সন্ত্রাস, তাহলে কি ব্যবস্থা নেয়া হবে ঐ সাঙ্ঘাতিকের বিরুদ্ধে????
………………………
ডাঃ মুজিবুল হক
সহযোগী অধ্যাপক
শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (3)

Related Post