X

ঢামেককে ডায়ালাইসিস মেশিন উপহার দিলেন শহীদ ডা. মিলনের মা

প্ল্যাটফর্ম নিউজ, ২ ডিসেম্বর ২০২০, বুধবার 

নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছেন। গরিব এবং দুস্থ রোগীদের সাহায্যার্থে এ মেশিন দেয়া হয়েছে।

ছবি: সংগ্রহীত

ডা. মিলনের নামে গঠিত ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ’ এর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে এই দুটি ডায়ালাইসিস মেশিন দেওয়া হয়েছে।

প্রতিবছর ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরশাসকের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। গত সোমবার, ৩০ নভেম্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তাঁর শাহাদাত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয়। পরবর্তীতে ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হয়। ডা. মিলনের শাহাদাতের পর তাঁর মা সেলিনা আক্তার গঠন করেন ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ’।

গত রবিবার, ২৯ নভেম্বর ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের  চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের দেশীয় পরিচালক মো. ওয়াহিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আগামী পাঁচ বছর সোনার বাংলা ফাউন্ডেশন মেশিন দুটির তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে। শীঘ্রই মেশিন দুটি চালু হওয়ার কথা রয়েছে।

Omaima Akter Maria:
Related Post