X

ঢাডেক হাসপাতালের জন্য রাজস্বখাতে সৃজিত বিভিন্ন ক্যাটাগরীর পদের বেতনস্কেল নির্ধারণ

 

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ধীন ঢাকা ডেন্টাল কলেজ এবং হাসপাতালের জন্য রাজস্বখাতে সৃজিত বিভিন্ন ক্যাটাগরীর পদের বেতনস্কেল নির্ধারণ।

ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে দন্ত চিকিতসকদের জন্য ৬২ টি স্থায়ী পোস্ট সহ সর্বমোট ১২১ টি পদের সৃষ্টি ।এর মধ্যে ৪৪টি ডেন্টালের এন্ট্রি লেভেলের পোস্ট  অর্থ্যাৎ ডেন্টাল সার্জন এবং লেকচারার পদ পাচ্ছেন তারা।

সর্বমোট পোস্ট ১২১ টি।  সর্বমোট ডাক্তার পোস্ট ৮০টি।

ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডাঃ এস এম ইকবাল হোসাইন নিজ উদ্যোগে এই পদ সৃষ্টির প্রস্তাবনা করেছেন।

 

ইতোমধ্যে পোস্ট ক্রিয়েশন, অর্থ মন্ত্রনালয়ের সুপারিশ এবং গভমেন্ট অর্ডার(জিও)  সম্পন্ন হয়েছে।স্বাস্থ্য মন্ত্রনালয়ের সুপারিশে, পিএসসির মাধ্যমে চলতি সার্কুলেশনে সংযুক্তির চেষ্টা করা হবে।

পদগুলো ছবি আকারে দেওয়া হলঃ

 

 

 

তথ্য ও ছবি ঃ ডা. জুয়েল, Resident Dental Surgeon at Bangabandhu Sheikh Mujib Medical University

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post