X

ঢাকা ডেন্টাল কলেজের ‘বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস’ উদযাপন

২০শে মার্চ,২০১৬  “ওয়ার্ল্ড ওরাল হ্যালথ ডে” উপলক্ষে   ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে পুলিশ স্মৃতি কনভেনশন হলে উদযাপিত হলো ওয়ার্ল্ড ওরাল হ্যালথ ডে।

দিন ব্যাপি আয়োজিত প্রোগ্রামের শুরু হয় কলেজ ক্যাম্পাস থেকে র‍্যালী বের করার মাধ্যমে। যাতে অংশগ্রহণ করেন শিক্ষকবৃন্দ ও ডেন্টালের ছাত্রছাত্রীরা।


মত বিনিময় সভায় ডেন্টিস্ট্রি প্রফেশনের মানোন্নয়ন নিয়ে বক্তৃতা প্রদান করেন প্রধান অতিথি- বন ও পরিবেশ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব,প্রধান অতিথি ডা. এম এ আজিজ,ঢাকা ডেন্টাল কলেজের মাননীয় অধ্যক্ষ ডা.এস এম ইকবাল, ডা.মোরশেদ আলম তালুকদার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ক্লোজআপ ওয়ানের সংগীত শিল্পীদের গান পরিবেশনের মাধ্যমে।

এছাড়াও বিভিন্ন ডেন্টাল কলেজের ছাত্র ছাত্রীরা কৌতুক,গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে জম জমাট করে তোলে। অনুষ্ঠানের মধ্যভাগে দু’ভাগে র‍্যাফল ড্র’র মাধ্যমে ১৪ জন ভাগ্যবান বিজয়ীকে পুরষ্কৃত করা হয়।

সবশেষে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ” আর্টসেল” ব্যান্ড এর পরিবেশনার মাধ্যমে, ওরাল হ্যালথ ডে’র অনুষ্ঠানের সমাপ্তি হয়।

তথ্য ঃ সাবরিনা আব্বাস
ঢাকা ডেন্টাল কলেজ 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post